প্রেমিকার সাথে সহবাসে মত্ত ছিলেন নিজের দাদু! কাকাকে সন্তানস্নেহে বড় করছিলেন ব্যক্তি, বিস্মিত নেটদুনিয়া

অনীশ দে, কলকাতা: আজকের যুগে দাড়িয়ে কিছুই অসম্ভব নয়। নিত্যদিন নানা আশ্চর্যজনক সংবাদে যবনিকা পতন এখন আর নতুন কিছু নয়। কিন্তু তার মধ্যেও এমন কিছু খবর থাকে, যা আমাদের পক্ষে মেনে নেওয়া হয়ে ওঠে অসম্ভব। পরকীয়ার ঘটনা আমরা আগেও শুনেছি। সেই পরকীয়াকে ঘিরে একাধিকবার মৃত্যুর খবরও উঠে এসেছে আমাদের রাজ্য থেকে। তবে সম্প্রতি যে খবর সামনে এসেছে তা জানলে চোখ কপালে উঠবে সবার (Grandfather’s child in girlfriend’s womb)।

প্রত্যেকটি মানুষের কাছেই তার পরিবার গুরুত্বপূর্ন (Grandfather’s child in girlfriend’s womb)। কিন্তু যখন সেই নিজের পরিবারই আমাদের জীবনে নামিয়ে অনে দুঃসময়, তখন? আজ আমরা এমন এক বিষয়ে আলোকপাত করতে চলেছি যা কেউ কখনও স্বপ্নেও ভাবতে পারবেন না। আপনার জীবনের সবচেয়ে কাছের মানুষগুলো যদি আপনার জীবনে অন্ধকার নামিয়ে আনে তবে?

gf pregnant

সম্প্রতি এক ব্যক্তি জীবনের সবচেয়ে বড় ধাক্কা পান। নেপথ্যে তার দাদু এবং প্রেমিকা। আসলে সম্প্রতি ‘স্টার্কস ১৪০০’ নামের এক টিকটকার এক আশ্চর্য ঘটনার অনুধাবন করেন। তিনি জানান তিনি এতদিন যাকে নিজের সন্তান ভেবে আসছিলেন আদতে সে তার কাকা। হ্যাঁ, ঠিকই বলেছেন তিনি। আসলে তার দাদু এবং তার প্রেমিকা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন (Grandfather’s child in girlfriend’s womb)।

যার জেরে তার এই ভাবনা (Grandfather’s child in girlfriend’s womb)। এতদিন সেই ব্যক্তি যাকে নিজের সন্তান ভাবতেন সে তার কাকা। এই ঘটনায় স্তব্ধ গোটা নেটপাড়া। এই লোকটি আরও জানান, “আমি জানতে পারলাম যে, আমার ছেলে আসলে আমার কাকা। আমি যখন আমার দাদুর সঙ্গে থাকতাম তখনই আমার প্রেমিকার সঙ্গে সম্পর্ক ছিল তাঁর।’’

ঘটনায় সকলে বিস্মিত রীতিমত। প্রায়দিনই পরকীয়া ঘিরে নানান ঘটনা উদ্ভাবন হয় আমাদের সামনে কিন্তু এই ঘটনা সম্পূর্ন অবিশ্বাস্য (Grandfather’s child in girlfriend’s womb)। এই ঘটনায় সকলে স্তম্ভিত। নেতিজেনরা সমবেদনা জানিয়েছেন সেই ব্যক্তির উদ্দেশে। তবে এই ঘটনা ঘিরে পরিবারের কি বক্তব্য এখনও পর্যন্ত জানা যায়নি।




Leave a Reply

Back to top button