কৈলাস পর্বতে কি সত্যিই বাস করেন স্বয়ং মহাদেব? ভক্তের ডাকে দেখা দিলেন মহেশ্বর…

কৈলাস পাহাড়ে বাস করেন মহেশ্বর। সম্প্রতি ভাইরাল হওয়া ছবি এমনই দাবি তুলছে।

পূর্বাশা, হুগলি: কত শত অজানা রহস্যের ভাণ্ডার হিমালয় পর্বত। যার আনাচে কানাচে লুকিয়ে রয়েছে অজানার হাতছানি। এই হিমালয় পর্বতের কৈলাস পাহাড় পুরাণ ও সৌন্দর্যের মেলবন্ধন। দুর্গম অথচ ভয়ঙ্কর সুন্দর এই পাহাড়ে নাকি প্রাকৃতিক নিয়মে তৈরি হয়নি বলে দাবি করা হয়। আশ্চর্য আকার থাকায় এই পাহাড়কে এড়িয়ে চলেন পর্বতারোহীরা। পুরাণ বলে, কৈলাস পর্বতে বাস করেন শিবঠাকুর। কিন্তু সত্যিই কি তাই? আসুন উত্তর খুঁজি প্রতিবেদনে।

Lord Shiva,Spriritual,Hindu,Hinduism,Kailash hill,Mythology

রহস্যে ঘেরা কৈলাস পাহাড়ের কাছে রয়েছে মানস সরোবর। মানুষের বিশ্বাস,এই স্থান একটি পুণ্যভূমি।
এখানে ভ্রমণ করলে দূর হয় মনের সমস্ত পাপ। অন্যদিকে পূরাণের ছাপ থাকায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ
এই এলাকা। শিবঠাকুরের বাসভূমি দেখতে ভিড় জমান শয়ে শয়ে মানুষ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়
একটি ছবি ভাইরাল হয়েছে। নাসা কর্তৃক তোলা এই ছবি মূহূর্তে ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে।

Lord Shiva,Spriritual,Hindu,Hinduism,Kailash hill,Mythology

কী দেখা যাচ্ছে ছবিতে, সূত্রের খবর নাসার স্যাটেলাইট দ্বারা তৈরি ছবিটিতে অস্পষ্টভাবে দেখা মিলেছে ধ্যানরত মহাদেবের মূর্তি। তবে কী সত্যিই কৈলাস পাহাড়ে ধ্যানরত রয়েছেন মহাদেব? ছবি দেখেই উঠছে প্রশ্ন। আসলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তাই সমস্ত তর্ক থামিয়ে ভক্তদের বক্তব্য, মহাদেব আছেন। কৈলাস পাহাড়ে বাস করলেও ভক্তদের মনের মধ্যে সদা বিরাজমান তিনি।




Leave a Reply

Back to top button