Professor Shonku : গল্পের ‘শঙ্কু’ এখন শান্তিনিকেতন, নিত্যনতুন আবিস্কারেই করছেন জনসেবা

প্রফেসর শঙ্কুর ( Professor Shonku ) নানারকম আবিষ্কার সে মিরাকিউল হোক বা কম্পু, পাঠক বারবার ভেবেছে, আহা যদি সত্যিই পাওয়া যেত হাতের মুঠোয়। তবে শান্তিনিকেতনের গোয়ালপাড়ার মানুষজন কিন্তু এই দুঃখ ভুলতেই পারেন কারণ তাদের নাগালের মধ্যেই রয়েছেন প্রফেসর অরণি চক্রবর্তী যাকে এলাকাবাসী ভালোবেসে নাম দিয়েছেন প্রফেসর শঙ্কু ( Professor Shonku ) ।
প্রফেসর শঙ্কুর মতোই নিত্যনতুন তার আবিষ্কার উপকৃত করছে এলাকাবাসীকে। পেশায় পদার্থবিদ্যার অধ্যাপক অরণি চক্রবর্তী সম্প্রতি বিতাড়িত বিশ্বভারতীর কর্তৃপক্ষের বিরাগভাজন হয়ে। কিন্তু তা থামিয়ে রাখতে পারেনি প্রফেসরের সৃষ্টিশীল মেজাজকে।
নিজের বাড়ির নামকরণ করেছেন “চিটি চিটি ব্যাঙ ব্যাঙ”, পাশাপাশি, নিজের ছাদে নিজেই বসিয়েছেন সৌর প্যানেল যা জোগান দেয় গোটা বাড়ির বিদ্যুৎ। এতে বিদ্যুৎ সংস্থার মাসিক বিলের পরিমাণ দেখে মধ্যবিত্তের চেনা দীর্ঘশ্বাস অনেকটাই এড়াতে পেরেছেন তিনি।
তবে শুধু নিজের বাড়ির মঙ্গলের কথাই নয়, অরণি চিন্তা করেছেন এলাকাবাসীর মঙ্গলের কথাও। তাইতো অশুদ্ধ জলকে পাতন পদ্ধতিতে বিশুদ্ধ করে তাকে পৌছে দিচ্ছেন মাটির গভীরে যা বাড়িয়ে তুলছে প্রাকৃতিক জলস্তর। এর ফলে গ্রামের যেসব বাড়ির টিউবওয়েল ( Professor Shonku ) কয়েকবছর আগেও শুকিয়ে যাচ্ছিলো সেখানে মিটেছে এই সমস্যা।
পাশাপাশি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে শুদ্ধ জলাধার থেকে পাইপ পৌছে যাচ্ছে এলাকাবাসীদের বাড়িতে। যা দিয়ে জল প্রবাহিত হবার সময়েই বাষ্পীভূত হবে এবং নিয়ন্ত্রণ করবে ঘরের ভেতরকার তাপমাত্রা।
পাশাপাশি পুরোনো সাইকেলকে ভেঙে চুরে নতুন ধরনের গ্যাসচালিত সাইকেল তৈরী করছেন অরণি বাবু একেবারেই পরিবেশের কথা মাথায় রেখেই। তবে সাইকেলকে রিসাইকেল করার পদ্ধতিকে কাজে লাগিয়ে শুধুমাত্র গ্যাসচালিত সাইকেলেই না থেমে অরণি বাবু ( Professor Shonku ) বানিয়ে চলেছেন তিন চাকার মাথায় আচ্ছাদন দেওয়া সাইকেল যা রক্ষা করবে ঝড়বৃষ্টি থেকে। এই সাইকেলের ক্ষেত্রে সামনে দুটি চাকা এবং পিছনে একটি চাকা থাকবে যার বৈজ্ঞানিক নাম ট্যাডপোল কনফিগারেশন।
তবে আবিষ্কারে মগ্ন থাকলেও শান্তিনিকেতনের প্রফেসর শঙ্কু ( Professor Shonku ) নেহাত শঙ্কিত নন। বরং কর্তৃপক্ষের বিরুদ্ধে বক্তব্য রাখায় সাসপেন্ড করা হয়েছে তাঁকে। তবু দমানো যায়নি বিজ্ঞানের জোরালো কন্ঠ। বর্তমানে নিজস্ব স্টার্ট আপের চিন্তায় মশগুল অরণি যেন শান্তিনিকেতনের প্রফেসর শঙ্কু হয়েই কোথাও মিলিয়ে দিচ্ছেন রবিঠাকুরের মুক্ত চিন্তা আর সত্যজিতের চরিত্রকে।
আরও পড়ুন……প্রয়াত নারায়ণ দেবনাথ, এক নজরে দেখে নিন বাঁটুল থেকে নন্টে-ফন্টে স্রষ্টার অমর কিছু সৃষ্টি