মাথায় থাকেনি সম্পর্ক! সব ভুলে বাবা-ছেলের সঙ্গে রোম্যান্সে মেতে ছিলেন যে সকল বলি অভিনেত্রীরা

হেমা মালিনী :

hema malini (1)

শুধু এনারাই নন! বলিউডের এক সময়কার ড্রিম গার্ল হেমা মালিনী অনস্ক্রিনে রাজ কাপুর ও রণধীর কাপুরের সঙ্গে প্রেম করেছেন। ‘স্বপ্ন কা সওদাগড়’ ছবিতে রাজ কাপুর ও ‘হাত কী সাফাই ছবিতে’ রণধীর কাপুরের সঙ্গে অভিনয় ও অনস্ক্রিনেই রোম্যান্স করেছেন তিনি।

অমৃতা সিং :

amrita singh

বলে রাখা ভালো, এই আজব তালিকায় নাম জুড়তে পিছপা হননি সইফ প্রাক্তন পত্নি অমৃতা সিংও। সারা ইব্রাহিমের মা  ধর্মেন্দ্র ও সানি দেওল উভয়ের সঙ্গেই অভিনয় করেছেন। আর সেই অভিনয়ের সূত্র ধরেই রোম্যান্সে মেতেছেন।

ঐশ্বর্য রাই বচ্চন :

aishwarya

এই তালিকার সর্বোচ্চ মজাদার এবং হতবাক করে দেওয়া নাম হল ঐশ্বর্য রাই বচ্চন। ‘বান্টি ওর বাবলি’ ছবিতে ‘কাজরা রে’ গানে বাবা তথা শ্বশুড় অমিতাভ ও তাঁর ছেলে তথা ঐশ্বর্যের নিজের স্বামী অভিষেকের সঙ্গে একটি আইটেমে গানে রোম্যান্স ও নাচ করেছেন।

Previous page 1 2 3



Leave a Reply

Back to top button