Beauty Tips : মাস্কে লিপস্টিক লেগে একাকার, সমাধান খুঁজতে গিয়ে নাজেহাল সুন্দরীরা
রূপচর্চার অবিচ্ছেদ্য অংশ লিপস্টিক
পুরুষ থেকে মহিলা রূপচর্চা ( Beauty Tips ) আজকাল সকলেরই জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। আজকের গ্ল্যামারাস দুনিয়ায় যা নিত্যপ্রয়োজনীয়, তার মধ্যে লিপষ্টিক (lipstick) এক অন্যতম সৌন্দর্য বৃদ্ধির উপকরণ। সব বয়সের মহিলাদের লিপস্টিক ( Beauty Tips ) অত্যন্ত প্রিয় জিনিস। সেই লিপস্টিক ছাড়া অচল অনেকেই।
করোনাকালে পড়তে হচ্ছে সমস্যায়
তবে করোনাকালে লিপস্টিক না পরতে পেরে হাঁপিয়ে উঠেছেন অনেকেই। এদিকে মাস্ক পরলে লিপস্টিক ( Beauty Tips ) ব্যবহার করা অসুবিধার কারণ হয়ে উঠছে। কোনোভাবে তা পরা গেলেও মাস্ক খোলার সাথে সাথেই মাস্কের মধ্যেই লেগে থাকতে দেখা যাচ্ছে লিপস্টিক।
স্থায়ী হচ্ছে না লিপস্টিক
সাজুগুজু প্রিয় মহিলাদের ক্ষেত্রে এই অসুবিধা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে! দু’বছর ধরে করোনার সময় মাস্ক পরার ফলে বেশীক্ষণ স্থায়ী হচ্ছে না ( Beauty Tips ) লিপস্টিক! তবে এই অসুবিধার থেকে মুক্তি পাবারও বেশ কিছু উপায় রয়েছে। যেমন অফিস যাওয়ার সময়, বিভিন্ন কাজে বাইরে বেরোনোর সময় লিপস্টিক পরেন অনেকেই। তবে কপালে চিন্তার ভাঁজ দূর করার জন্য লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে লাগিয়ে নিন লিপবাম। এর ফলে অনেকক্ষণ স্থায়ী হবে লিপস্টিক।
ব্যবহার করতে পারেন পাউডার
লিপস্টিক সাধারণত সাজগোজ ( Beauty Tips ) শেষ হলেও তবেই পড়া হয়। এর ব্যবহার অত্যন্ত সূক্ষ্মভাবে করা উচিত। লিপস্টিক পরার পর টিস্যুতে সেটিং পাউডার নিয়ে আলতো করে বুলিয়ে নিলে অনেকক্ষণ থেকেই যাবে লিপস্টিক।
ঘষে নিতে পারেন বরফও
লিপষ্টিক ব্যবহার করার আগে মনে করে এক টুকরো বরফ ঘষে নিন ঠোঁটে। যাদের ঠোঁটে ঘামের পরিমাণ বেশি, তারা বরফের উপর একটু ( Beauty Tips ) বিটনুন দিয়ে ঠোঁটের সব জায়গায় বুলিয়ে নিন। এরপর, কমপ্যাক্ট পাউডার লাগিয়ে তারপর লিপস্টিক ব্যবহার করুন। মাস্ক পরার পরেও উঠবে না লিপস্টিক।
মহিলাদের সৌখিনতার প্রতীক
লিপস্টিক যেকোনো মহিলার শ্রী বৃদ্ধি করে তাকে আকর্ষণীয় করে তোলে। সেই সৌখিনতার কারণে লিপস্টিকের ( Beauty Tips ) ঔজ্জ্বল্য ধরে রাখতে লিপ লাইনার অবশ্যই ব্যবহার করবেন। ম্যাট ছাড়া অন্যান্য লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রে সেটিং পাউডার লাগাতে ভুলবেন না। সম্ভব হলে ঠোঁটের চারপাশে হালকা কনসিলার দিয়ে মার্জিন করে রাখুন। তবে, শুকনো ঠোঁটে লিপস্টিক ভুলেও লাগাবেন না।
ব্যবহার করতে পারেন এই মিশ্রণটি
যাদের ঠোঁট খসখসে, তারা অল্প পরিমাণ ভিনিগারের সাথে গুঁড়ো চিনি ও লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে ঠোঁটে ম্যাসাজ করুন ভালোভাবে, এতে ঠোঁট নরম হয়। এরপর, তুলো দিয়ে গোলাপ জল মাখিয়ে তারপর লিপস্টিক ব্যবহার করুন। তবে সাথে টিস্যু অবশ্যই রাখবেন, ঠোঁটে ঘাম অনুভব হলেই আলতো করে ট্যাপ করে নিন। এই নিয়মগুলো মেনে চললে, মাস্ক পরার পরেও উঠবে না লিপস্টিক।
আরও পড়ুন Kangana Ranaut : জলে ডুবে মরা উচিত! পুরস্কার ছিনিয়ে নিয়েছে দীপিকা, ক্ষোভ উগরে কটাক্ষ কঙ্গনার