দ্যা কাশ্মীর ফাইলস কি একটি ইসলাম বিরোধী ছবি! জেনে নিন সত্যি

সম্প্রতি সিনেমাহলে মুক্তি পেয়েছে দ্যা কাশ্মীর ফাইলস(The Kashmir Files)। ছবিটির পরিচালনা করেছেন বিবেক অগ্নিহত্রি। ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের পলায়নের উপর তৈরি হয়েছে ছবির প্রেক্ষাপট। যদিও কাশ্মীরি হিন্দু পলায়নের উপর ভিত্তি করে আরও অনেক ছবিই তৈরি হয়েছে তাও এই ছবির শুরু থেকে শেষ পর্যন্ত আপনি টানটান উত্তেজনার মধ্যে থাকবেন যা চিত্রনাট্যের দক্ষতাকে প্রমাণ করে(The Kashmir Files)।

The Kashmir Files

আরও পড়ুন: Siliguri : সেফ ড্রাইভ সেফ লাইফ, পোষ্যই রক্ষা করল ট্রাফিক আইন

এই ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে দর্শন কুমারকে, কৃষ্ণ পণ্ডিতের ভূমিকায় তার অভিনয় দেখবার মতন। কৃষ্ণ পণ্ডিত দিল্লীর জে.এন.ইউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র যার কাছে তার বাবা মায়ের মৃত্যু সম্পর্কে মিথ্যা বলেন তার ঠাকুরদা পুষ্কর নাথ(অনুপম খের)। কিন্তু সত্যি যেনো খুবই কঠিন। এই ছবিতে পরিচালক ২ রকম সামাজিক পক্ষ দেখিয়েছেন, যেখানে একদল হচ্ছে জে.এন.ইউ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা যিনি আজাদী আজাদী করেন এবং কাশ্মীরের সমস্যাকে একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে দেখেন এবং অন্য পক্ষ হচ্ছে পুষ্কর নাথের মত লোকেরা(The Kashmir Files)। পুষ্কর নাথের মৃত্যুর পর তার নাতি কৃষ্ণ পণ্ডিত সত্যি উদঘাটনের জন্য যায় কাশ্মীর। তারপর তার সাথে দেখা হয় তার দাদুর বন্ধুদের। সিনেমাটিকে আর্টের দিক দিয়ে বিচার করলে বলাই যায় এটি একটি অনবদ্য ছবি, কিন্তু পরিচালক বিবেক অগ্নিহত্রির মতে এই ছবিটি নাকি ‘কাশ্মীরের সত্যি’ কে দেখায়। কিন্তু এটিকে সমর্থন করা যায় না কোনো মতেই। ১৯৯০ সালের এই বিভৎস ঘটনায় বেশিরভাগ কাশ্মীরি হিন্দু মারা গেলেও আমাদের মনে রাখতে হবে অনেক ইসলাম ধর্মালম্বী মানুষদের মৃত্যুও ঘটে, যা পরিচালক প্রায় দেখাননি বললেই চলে(The Kashmir Files)।

আরও পড়ুন: অ্যাসিড হামলা দমিয়ে রাখতে পারেনি তাদের ইচ্ছে, আত্মবিশ্বাসেই বাজিমাৎ

নদিমারগের এই ঘটনার জন্য পরিচালক দায়ী করেছেন বিট্টা কারাটে এবং ইয়াসিন মালিককে। কিন্তু আসলে এর পিছনে আরও এক উগ্রপন্থী জড়িত ছিল, যার নাম জিয়া মুস্তাফা(The Kashmir Files)। কাশ্মীরি পণ্ডিতদের পলায়নের সময় কেন্দ্রে ভিপি সিংয়ের সরকার থাকলেও এই ছবিতে বারংবার রাজিব গান্ধী এবং ফারুক আবদুল্লাহকে দায়ী করা হয়েছে। এছাড়াও শুরু থেকে শেষ পর্যন্ত জওহর লাল নেহেরু ইউনিভার্সিটির মত একটি বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র দেশবিরোধী কাজকর্মের কেন্দ্র রূপে দেখানো হয়েছে(The Kashmir Files)।




Leave a Reply

Back to top button