Home Remedies : চোখের কালচে দাগে নষ্ট সৌন্দর্য, জেনে নিন সহজে মুক্তি পাবার ৫ ঘরোয়া উপায়

নিজেদের সৌন্দর্য বজায় রাখতে আমরা অনেকেই বেশ সতর্ক থাকি। কিন্তু বাড়তে থাকা ব্যস্ততার যুগে দূষণের পাশাপাশি বেড়ে চলেছে স্ট্রেস। মানসিক চাপ থেকে শুরু করে ঘুম না হওয়া নানা কারণে চেহারা থেকে সৌন্দর্য উড়ে যায়। অনেকেই চোখের নিচে কালচে অংশ (Under Eye Black Spot) নিয়ে বেশ চিন্তিত থাকেন। মেকাপের সাহায্যে সেটা সাময়িকভাবে ঢেকে দেওয়া যায় ঠিকই। তবে বাড়িতে কিছু সহজ পদ্ধতিতে চোখের নিচের এই কালো দাগ উধাও করাও যেতে পারে ( Home Remedies )। আজ এমনই কিছু ঘরোয়া উপায় জানাতে চলেছি আপনাদের।

১. শশা দিয়ে আই প্যাক  ( Home Remedies )

Home Remedies

অনেকেই চোখের উপরে শশা লাগিয়ে শুয়ে থাকতে দেখেছেন। এটা কিন্তু চোখের নিচের কালো দাগ দূর করতে দারুন উপকারী। প্রতিদিন এভাবে ১৫ মিনিট চোখ বন্ধ করে শশা রাখলে আপনি দারুন ফলাফল পেতে পারেন।

২. অ্যালোভেরা জেল ( Home Remedies )

Home Remedies

অ্যালোভেরা হল এমন একটি উপাদান যেটা সৌন্দর্যের রক্ষার জন্য সর্বদাই হাজির। চোখের নিচের কালিমা দূর করতেও অ্যালোভেরার জবাব নেই। সুম্পূর্ণ প্রাকৃতিকভাবেই অ্যালোভেরা চোখের নিচের কালী দূর করতে পারে। এর জন্য অ্যালোভেরা জেল কিনে এনেও ব্যবহার করতে পারেন বা বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলে সেটার পাতা কেটেও ভেতরের অংশ ব্যবহার করতে পারেন।

৩. গোলাপ জল ( Home Remedies )

Home Remedies

গোলাপ জল ত্বকের যত্নে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটিকে টোনার হিসাবে ব্যবহার করা যেতে পারে। দিনে দুবার চোখের নিচে টোনার দিয়ে পরিষ্কার করলে আপনি নিজেও যেমন ফ্রেশ অনুভব করবেন তেমনি আপনার চোখের নিচের কালো দাগও ধীরে ধীরে উধাও হয়ে যাবে।

৪. টমেটো ও লেবু ( Home Remedies )

Home Remedies

একটা পাত্রে টমেটো আর লেবুর রস নিয়ে নিতে হবে। এরপর সেই মিশ্রণটিকে হাতে করে বা তুলায় করে চোখের নিচে কালো হয়ে যাওয়া অংশে লাগিয়ে নিতে হবে। ইটা আপনার ত্বককে যেমন ব্লিচিং এফেক্ট দেবে তেমনি ত্বকের জন্য পুষ্টিও সরবরাহ করবে। যাতে করে চোখের নিচে কালোভাব দূর হয়ে যাবে।

৫. পুদিনা পাতা ( Home Remedies )

Home Remedies

পুদিনা রক্ত ​​সঞ্চালন উন্নত করতে পরিচিত এবং ডার্ক সার্কেল উল্লেখযোগ্যভাবে দূর করতে সাহায্য করে। চাইলে বাড়িতেই তাজা পুদিনা পাতা, মধু ও গোলাপ জল দিয়ে একটি পেস্ট তৈরি করতে পারেন। নাহলে শুকনো পুদিনা গুঁড়া ব্যবহার করে একটি আই প্যাক তৈরি করতে পারেন। সেটাকে চোখের নিচে ৫ মিনিট লাগিয়ে ধুয়ে নিতে পারেন।

আরও পড়ুন : Manike Mage Hithe : এক গানেই কোটিপতি! জানেন মানিকে মাগে হিথে গেয়ে কত টাকা ব্যাঙ্কে ঢুকল ইয়োহানির?




Leave a Reply

Back to top button