সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হলেন ভারতীয় বংশোদ্ভূত থারমান, শুভেচ্ছা মোদীর
গত বছরই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ঋষি সুনক। জন্মসূত্রে যিনি ভারতীয়। এবার সিঙ্গাপুরের রাষ্ট্রপতির কুর্সিতে বসছেন আরেক ভারতীয় বংশোদ্ভূত। তিনি থারমান শানমুগারাত্নম।

ভারতীয় বংশোদ্ভূতদের জয়জয়কার।
গত বছরই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ঋষি সুনক। জন্মসূত্রে যিনি ভারতীয়। এবার সিঙ্গাপুরের রাষ্ট্রপতির কুর্সিতে বসছেন আরেক ভারতীয় বংশোদ্ভূত। তিনি থারমান শানমুগারাত্নম।
থারমান ছিলেন সিঙ্গাপুরের উপ প্রধানমন্ত্রী। লড়েন রাষ্ট্রপতি নির্বাচনে। ৭০.৪ শতাংশ ভোট পেয়ে তিনিই সিঙ্গাপুরের নবম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। থারমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ভারত-সিঙ্গাপুর কৌশলী অংশীদারিত্বকে মজবুত করতে ওঁর সঙ্গে কাজ করার দিকে তাকিয়ে রয়েছি’।
ভারতের মতো সিঙ্গাপুরের প্রেসিডেন্ট পদও মূলত আলঙ্কারিক। প্রধানমন্ত্রীই দেশ সামলান। রাষ্ট্রপতিকে স্বাক্ষর করতে হয় শুধু। তবে সিঙ্গাপুরে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রাষ্ট্রপতির কাঁধে রয়েছে। যেমন আর্থিক রিজার্ভ দেখভাল করা। থারমান নিজে অর্থনীতিবিদ। ফলে এই কাজে তাঁর সুবিধা হবে বলেই মনে করছেন অনেকে।
১৯৭৫ সালের ২৫ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের এক তামিল পরিবারে জন্মগ্রহণ করেন থারমান শানমুগারাত্নম। শিকড় ভারতে হলেও তাঁর এবং তাঁর বাবার জন্ম সিঙ্গাপুরেই। থারমানের বাবা কে শানমুগারাত্নম প্রখ্যাত বিজ্ঞানী। ক্যানসার গবেষণার সঙ্গে যুক্ত। তাঁকে সিঙ্গাপুরে ‘প্যাথলজির জনক‘ও বলা হয়।
থারমান লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে অর্থনীতিতে স্নাতক। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ওল্ফসন কলেজ থেকে স্নাতকোত্তর করেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েওঁ পড়াশোনা করেছেন।