International Mother Language Day : ওরা নতুন করে দিল মাতৃভাষার পাঠ, খুদেদের অভিনব অনুষ্ঠানই ফেলল সাড়া

অহেলিকা দও, কলকাতা : আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ( International Mother Language Day)। ১৯৫০ সাল থেকে ২১ ফেব্রুয়ারি ( 21th february) ভাষাশহীদদের স্বরণে ‘শহিদ দিবস’ রুপে পালিত হয়। বাংলার নানা জায়গায় এবার একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে ভাষা দিবস ( International Mother Language Day)। তবে এবার বিশেষত ভাষা দিবসে নজর কাড়ে কলকাতার মানিকতলা খালপাড়ের ( Maniktala Khalpara) ভাষা ( language) ও চেতনা পাঠশালার শিশুরা ( School children)।
সোমবার সকালে ভাষা দিবস উপলক্ষে এই পাঠশালার শিশুরা মেতে ওঠে প্রভাতফেরির অনুষ্ঠানে। তাদের হাতে ছিলো বর্ন পরিচয়, ছড়ার বই এবং ধারাপাত ও খাতা। ভাষা দিবস সম্পর্কে মানুষের মধ্যে একটা ভালো ধারণা তৈরি করতে তাদের এই অভাবনীয় প্রকল্প মানুষের মন কেড়েছে।
অন্যদিকে কলকাতার ভাষা ও চেতনা সমিতি একমাত্র সংগঠন, যারা একদিন আগে থেকেই ভাষা দিবস উদযাপন করে থাকে। সমিতির তরফে রবিবার বিকেলে ২৪তম ভাষা দিবস পালন করা হয় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে রানুচ্ছায়া মঞ্চে। পাশাপাশি এবারের এই উৎসব সমিতির সঙ্গে যোগ দিয়েছে নবজাগরণ।
নাচ, গান কবিতা, নাটকের মধ্যে দিয়ে পালন করা হয়েছে ২৪তম ভাষা দিবস অনুষ্ঠান ( International Mother Language Day)। এছাড়াও এই দিনে ‘সাইকেল’ এবং ‘বিরসা মুন্ডা গান’ নামক দুটি নাটক মঞ্চস্থ হয়। পাশাপাশি আয়োজন করা হয় লোকনৃত্য, বাউল ও ফকির গানের। সমিতির এই ভাষা দিবস অনুষ্ঠানের শোভা বাড়াতে এদিন অনুষ্ঠানে যোগ দেন ১৫০ এরও বেশী শিল্পি।
রবিবার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ উপদূতাবাসের কাউন্সেলর কনস্যুলার মহম্মদ বশির উদ্দীন। এছাড়াও এই অনুষ্ঠানে ( International Mother Language Day) উপস্থিত ছিলেন প্রথম সচিব মোহাম্মদ শামছুল আরিফ, গায়ক প্রতুল মুখোপাধ্যায়, কবি অরুণ চক্রবর্তী, শিল্পদ্যোগী আলমগীর ফকির, নগরবাউল রঞ্জন প্রসাদ, নীলিম গঙ্গোপাধ্যায়, অংশুমান ভৌমিক, নীলিম গঙ্গোপাধ্যায়, তীর্থ বিশ্বাস, পাঞ্জাবি গায়ক সিং সহ অনেকে।