১) সারা বছর থেকে একের পর এক কাজের ব্যস্ততা। কিন্তু গণেশ পুজোর দিনটিতে সমস্ত ব্যস্ততা ভুলে এক হন বলি তারকারা।
২) গতকাল গণপতি আরাধনার পর তার ছবি শেয়ার করলেন বলি পাড়ায় সুপারস্টাররা।
৩) অভিনেত্রী শিল্পা শেঠি প্রতি বারের মতো এবারেও গণেশ চতুর্থী সেলিব্রিট করলেন পরিবারের সঙ্গে। দুই সন্তানকে নিয়ে তিনি মেতে উঠলেন উৎসবে।
৪) মুম্বাইয়ের লালবাগচারাজায় পৌছে গেলেন অভিনেতা কার্তিক আরিয়ান। ট্রাডিশনাল পোশাকে গণেশ পুজোয় যোগ দিলেন তিনি।
৫) সুপারস্টার অল্লু অর্জুনের বাড়িতে মহা সমারোহে আয়োজিত হল গণেশ পুজো। সোশ্যাল মিডিয়ায় সে ছবি শেয়ার করে নিলেন অভিনেতা।
Follow us on
Back to top button