Bollywood Couple : সিনেমার প্রেম থেকে বাস্তবের সঙ্গিনী, সাতপাকে ঘুরেছেন এই ৭ তারকা জুটি

বলিউড ( Bollywood Couple ) মানেই রুপোলি পর্দায় নায়ক নায়িকার রঙিন প্রেম। আর সিনেমার সেটের রোম্যান্সের রঙের ছোঁয়া বাস্তব জীবনে লেগে যাওয়ার ঘটনাও বিশেষ নতুন নয়। তাইতো অমিতাভ জয়া থেকে শুরু করে হালের দীপিকা রণভীর বলিউডের ( Bollywood Couple ) সেট থেকে বিয়ের ছাঁদনাতলায় পৌছানোর তারকা তালিকা বেশ লম্বা। তাহলে প্রিয় ছয় বলিউডি তারকা জুটির কথা জেনে নেওয়া যাক।
অমিতাভ জয়া
১৯৭০ সালে ‘গুড্ডি” সিনেমার সেটে আলাপ অমিতাভ এবং বঙ্গ তনয়া জয়ার। এর ঠিক তিন বছর পর অনেক রকম বক্র ‘রেখাঙ্কিত’ পথ পেরিয়ে বিয়ের সমান্তরাল পথে তাদের যাত্রা শুরু হয়। সিলসিলা, চুপকে চুপকে, অভিমান, কাভি খুশি কাভি গম এই সমস্ত সিনেমায় বলিউডের আইকনিক এই দম্পতিকে ( Bollywood Couple ) স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তাদের দুই সন্তান শ্বেতা এবং অভিষেকও বলিউডের যথেষ্ট পরিচিত মুখ।
কাজল অজয়
অজয় দেবগণ এবং কাজল প্রথম পরিচিত হন হালচাল ছবির সেটে ১৯৯৫ সালে। তবে বলিউডের রোমান্টিক থ্রিলারের মতোই তাদের প্রেমের গাড়িও যথেষ্ট সমান্তরাল পথ পায়নি। বরং অজয় এক ইন্টারভিউতে বলেছিলেন যে তিনি কাজলকে মোটেও পছন্দ করেন না। উল্টোদিকে কাজলের বাবারও পছন্দের পাত্র ছিল না অজয়। ( Bollywood Couple ) তবু ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হবার পর বর্তমানে এই জুটি যথেষ্ট সুখে সংসার করছেন।
দীপিকা রণভীর
অনেক পথ পেরিয়ে তবে বন্ধু পাওয়া যায়, এমনটাই মনে করেন দীপিকা পাড়ুকোন রণবীর সিংকে বিয়ের পর। বেশ কয়েকটি সম্পর্কের টানাপোড়েনের পর অবশেষে ২০১৩ সালে রামলীলা ( Bollywood Couple ) ছবির সেটে দেখা হয় দুজনের। এর ছয় বছর পর আরো বেশ কয়েকটি সুপারহিট সিনেমায় যেমন বাজিরাও মস্তানি ও পদ্মাবৎ এ জুটিতে অভিনয়ের পর ২০১৮ সালে দুজনের চার হাত এক হয়।
ঐশ্বর্য অভিষেক
বলিউডের ‘শেহনশাহ’ র পুত্র অভিষেক বলিউডে বাবার সমান জায়গা করে নিতে না পারলেও ঐশ্বর্যের অভাব তার কখনোই হয়নি। গুরু সিনেমার সেটে আলাপ হয়েই প্রেম জমে ওঠে ঐশ্বর্য রাই এবং অভিষেক বচ্চনের ( Bollywood Couple ) । অতঃপর ২০০৭ সালে সাতপাকে বাঁধা পড়েন তারা। তাদের আরাধ্যা নামে এক কন্যাসন্তানও আছে।
করিনা ও সইফ
‘টশন’ এর সেটে দেখা হবার পর সইফ এবং করিনা দুজনেই নিজের অতীতকে ভুলে দুজনের মধ্যে বর্তমান এবং ভবিষ্যত খুঁজে পান। অতঃপর ২০১২ সালে চারহাত এক হয় নবাবপুত্র সইফ আলি খান এবং করিনা কাপুরের। বর্তমানে তাদের দুটি পুত্রসন্তান আছে।
জেনেলিয়া রীতেশ
বলিউডে দুজনেরই তাকলাগানো কেরিয়ার না হলেও সংসারের কেরিয়ারে দুজনের রোম্যান্স দর্শককে মুগ্ধ করেছে বারবার। তাইজন্যই বলিউডের ( Bollywood Couple ) প্রিয় বিবাহিত জুটির তালিকায় জেনেলিয়া ডি স্যুজা এবং রীতেশ দেশমুখ দর্শকের অন্যতম পছন্দ। ২০০৩ সালে তুঝে মেরি কসম সিনেমার সেটে আলাপ হবার পর টানা নয় বছর ভালোবাসার বন্ধনে ছিলেন এই যুগল। অবশেষে ২০১২ সালে বিয়ে হয় দুজনের। এই যুগলের দুটি পুত্রসন্তান রয়েছে।