Urvashi Rautela : পোশাকই যখন হীরের খনি! ৬০ লাখের জামা গায়ে হাজির উর্বশী রাউতেলা

ক্যাসুয়াল, রেগুলার, এয়ারপোর্ট বা ডিজাইনার যে কোনো লুকেই দর্শকদের মন জয় করতে সিদ্ধহস্তা বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela)। নিজের লুকস, ফ্যাশন সেন্স ও অসাধারণ গ্রেস দিয়ে যে কোনো লুকসের দ্বারাই দর্শককে মনমুগ্ধ করেন ২০১৫ সালের এই মিস ডিভা। সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত সক্রিয় ও চর্চিত এই অভিনেত্রী ইনস্টা রিলের নৃত্যশৈলী হোক বা ফ্যাশন শোয়ে রাম্প ওয়ার্ক উর্বশী সবসময়ই ট্রেন্ডে থাকেন।

সম্প্রতি ডিজাইনার মাইকেল সিনকোর (Michael Cinco) শো স্টপার হিসাবে অভিনব সাজে হাজির হয়েছিলেন উর্বশী। একটি ব্যাকলেস রুপোলি আভা ও নীল রঙের বডিকন পোশাকে উর্বশীকে সাজিয়েছিলেন বিখ্যাত ডিজাইনার মাইকেল সিনকো। সাথে ছিল একই রঙের স্টকিংস। অ্যাক্সেসরিস হিসাবে ছিল একজোড়া দুল, রিং ও সিলভার ব্রেসলেটস। পনিটেল করা চুল, হালকা নীল অ্যাই-স্যাডো ও মাস্কারাতে সম্পূর্ণ রূপকথার সিন্ডারেলার মতনই লাগছিলো উর্বশীকে। সূত্র মারফত জানা গেছে, উর্বশীর এই পোশাকটির মূল্য ৬০ লক্ষ টাকা।

উর্বশী রাউতেলা Urvashi Rautela
উর্বশী রাউতেলা Urvashi Rautela

এই প্রথমবার নয়, এর আগেও মাইকেল সিনকোর হয়ে রাম্প ওয়ার্ক করেছিলেন উর্বশী। এর আগে তিনি আরব ফ্যাশন সপ্তাহে মাইকেল সিনকোর জন্য রাম্পে হেঁটেছিলেন যেখানে তাকে মিশরীয় রাজকুমারী ক্লিওপেট্রার লুকসে দেখা গেছিলো। সেই সময় গোটা গায়ে সোনায় মোড়া পোশাক পরে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এবারেও মাইকেল সিনকো তার শোস্টপার হিসাবে উর্বশীর নাম ঘোষনা করার পর থেকেই দর্শক মহলে হইচই পড়ে গেছিলো।

উর্বশী রাউতেলা Urvashi Rautela
উর্বশী রাউতেলা Urvashi Rautela

অভিনেত্রী নিজেও এদিন শোয়ে ডিজাইনারের সঙ্গে হাঁটার একটি ভিডিও পোস্ট করেন। যা ইতিমধ্যেই ভাইরাল। উর্বশীকে খুব শীঘ্রই রণদীপ হুডার বিপরীতে ‘জিও স্টুডিও’র ওয়েব সিরিজ ‘ইন্সপেক্টর অবিনাশ’-এ দেখা যাবে।

সারাভানা অভিনীত 200 কোটি টাকার বিগ-বাজেট ফিল্ম ‘দ্য লিজেন্ড’ দিয়ে তামিল ডেবিউ করতে চলেছেন বলিউডে, এই সুন্দরী অভিনেত্রী।বলিউডে ‘সানাম রে’, ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি-4’, ‘পাগলপন্তি’,’ভাগ জনি’-এর মতন বেশকিছু সুপারহিট বলিউড সিনেমার পর ফের জিও স্টুডিওস এবং টি-সিরিজের সাথে তিনটি ব্যাক টু ব্যাক চলচ্চিত্রের চুক্তিতে স্বাক্ষর করেছেন উর্বশী রাওটেলা।




Back to top button