Viral Story : মানুষের শরীরে শুয়োরের কিডনি! অসাধ্য সাধন করে দেখালেন মার্কিন চিকিৎসকেরা

প্রতিবছরই ভারত হোক বা বিশ্ব, অঙ্গ প্রতিস্থাপনের ( Viral Story ) খরচ বইতে না পেরে ও সঠিক অঙ্গের অভাবে মারা যান হাজার হাজার মানুষ। সেই সঙ্গে অঙ্গদান নিয়ে আজও মানুষের মধ্যে রয়েছে হাজারো ধোঁয়াশা।
এদিকে এই সঙ্কট মেটাতেই দীর্ঘদিন থেকে গবেষণা চালাচ্ছিলেন বিজ্ঞানীরা। এমনকী এও শোনা গিয়েছিল শীঘ্রই পশুদের শরীর থেকে নেওয়া হার্ট, ( Viral Story ) কিডনির মতো একাধিক প্রত্যঙ্গ বসতে পারে মানুষের শরীরে। এবার সেই সম্ভাবনাই সত্যি হতে শুরু করেছে।
সূত্রের খবর, সম্প্রতি শুয়োরের শরীর থেকে নেওয়া কিডনির সফল ( Viral Story ) প্রতিস্থাপন হয়ে গিয়েছে আমেরিকায়। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে নতুন চমৎকার করে দেখিয়েছেন মার্কিন চিকিৎসকেরা। নিউইয়র্ক ল্যানগন হেলথে ৫৪ বছরের ব্রেন ডেথ হয়ে যাওয়া এক রোগীর শরীরে এই অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা যাচ্ছে। আর তাতেই সাড়া পড়ে গিয়েছে গোটা বিশ্বজুড়ে।
পশু শরীর থেকে অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়াকে বিজ্ঞানের ভাষায় বলা হয় জেনোট্রান্সপ্লানটেশন। কিন্তু এতদিন চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে কোনও সফল ( Viral Story ) জেনোট্রান্সপ্লানটেশনের নজির ছিল না। এবার তা করেই নতুন দৃষ্টান্ত গড়লেন মার্কিন ডাক্তারেরা।
এই প্রথম শুয়োরের শরীর থেকে কিডনি বসল মানুষের শরীরে। এমমকী অস্ত্রোপচারও ১০০ শতাংশই সফল হয়েছে বলে জানা যাচ্ছে। দ্রুত হৃৎপিণ্ডের ( Viral Story ) ক্ষেত্রেও কয়েক বছরের মধ্যেই এ ধরনের প্রতিস্থাপন করে ফেলা সম্ভব হবে বলে মনে করছেন মার্কিন গবেষকেরা।
এদিকে জেনোট্রান্সপ্লানটেশন সফল হওয়ায় চিকিৎসাবিজ্ঞানের জগতে যে একটা নতুন দিগন্ত খুলতে চলেছে তা আর বলা অপেক্ষা রাখে না। আগামী শুয়োরের হার্ট বা ফুসফুসের সফল প্রতিস্থাপন হয়ে গেলে তা যে মানব সভ্যতার ইতিহাসে ( Viral Story ) সূদরপ্রসারী ছাপ ফেলতে চলেছে তা বুঝতে পারছেন সকলেই। আগামী কয়েক বছরের মধ্যেই এই কাজ করে ফেলা সম্ভব হবে বলে মনে করছেন ব্রিটেনে হৃৎপিণ্ড প্রতিস্থাপনে পথিকৃৎ স্যার টেরেন্স ইংলিশ। আর তাতেই দেখা যাচ্ছে নতুন আশার আলো।
আরও পড়ুন…….Viral: রেল লাইনে চলছে বাস, প্রযুক্তিতে ফের বিশ্বগুরুর শিরোপা তাঁদের ঝুলিতে