Weather update : ঝাপিয়ে আসছে বৃষ্টি, হুঁশিয়ারি হাওয়া অফিসের

আবারও বৃষ্টির ( rain) মুখ দেখতে চলেছে রাজ্যবাসী ( Residents of the state)। আজ সকাল থেকেই মেঘলা আবহাওয়া ( Cloudy weather), কুয়াশায় ( fog) আচ্ছন্ন চারিদিক। হাওয়া অফিসের ( weather update) মতে ফের সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে ( state)। অবশ্য সেই পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস ( weather update)।

weather updateহওয়া অফিস সূত্রে জানানো হয়েছিল, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে ঘুর্ণবাতের ফলেই রাজ্যে বিভিন্ন জেলায় শুরু হবে ভারী থেকে হালকা বৃষ্টিপাত।

weather updateআলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, রবিবার থেকে বৃষ্টির দেখা মিলবে উত্তর তথা দক্ষিণবঙ্গে।

weather updateবঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের ফলে বজ্রবিদ্যুতসহ বৃষ্টিপাতের দেখা মিলতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। এছাড়াও হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগণা এবং মেদিনীপুরেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আলিপুর।

weather updateদক্ষিণ বঙ্গের পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের কালিম্পং এবং দার্জিলিং জেলায়। পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুর এবং কোচবিহার এই তিন জেলায়।

weather updateআগামী সোমবার এবং মঙ্গলবার আকাশ মেঘলা থাকলেও সম্ভাবনা থাকছে না বৃষ্টিপাতের। তবে, দুই ২৪ পরগণা এবং দার্জিলিং এবং কালিম্পং এর একাধিক জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

weather updateহওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, এরপর ফের একবার ২৪ ফেব্রুয়ারি বৃষ্টিপাত হতে পারে বঙ্গে।

weather updateবিহার থেকে বিদর্ভ পর্যন্ত ঘনিভূত নিন্মচাপ ও বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের ফলে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটবে না বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

weather updateআবহাওয়াবিদরা মনে করেছেন, এই বৃষ্টির পরে পাকাপাকি ভাবে দেখা মিলবে গরমের। তার কারণ অবশ্য আগের থেকে এখন অনেকটায় দিনের তাপমাত্রার বৃদ্ধি ঘটেছে।

weather updateআশা করা হচ্ছে এই বৃষ্টির ফলে এবার বৃদ্ধি পেতে পারে রাতেও তাপমাত্রাও।

 

 




Leave a Reply

Back to top button