জন্মাষ্টমীর দিন বাড়িতে মিষ্টি বানাবেন? জেনে নিন শ্রী কৃষ্ণের প্রিয় পাঁচ মিষ্টির কথা

জন্মাষ্টমীর দিন বাড়িতে বানান এই সেরা পাঁচ মিষ্টি

পূর্বাশা, হুগলি: বুধবার জন্মাষ্টমী। এই দিন সর্বত্র শ্রী কৃষ্ণের জন্মদিন পালন করেন ভক্তেরা। ভগবানের আসন সাজিয়ে এদিন তাঁর পছন্দের খাবার ও মিষ্টি অর্পণ করা হয়। করজোড়ে পুজো করেন ভক্তরা। এছাড়া ইদানিং কেক দেওয়ারও চল হয়েছে। তবে, শ্রী কৃষ্ণের বেশ কিছু পছন্দের মিষ্টি রয়েছে যা এদিন বানাতে পারেন ভক্তেরা। আজকের প্রতিবেদনে বলা হল তেমনই পাঁচ মিষ্টির কথা।

Lord Krishna,Spiritual,Hindu,Culture,Utsav,Janmashtami

১) শ্রী কৃষ্ণের প্রিয় খাবার মাখন। তাই জন্মাষ্টমীর দিন তাজা মাখন ও মিছরি বা চিনি সহযোগে বানিয়ে নিতে পারেন শ্রী কৃষ্ণের প্রিয় পদ।

২) জন্মাষ্টমীর দিন গোপালকে স্নান করানোর সময় তৈরি করা হয় ‘পঞ্চামৃত’। এটি ছাড়া জন্মাষ্টমীর পুজো অসম্পূর্ণ। এদিন তাজা দুধ, দই, ঘি, মধু, চিনি, গুড়, তুলসিপাতা ও মাখন দিয়ে তৈরি করা হয় এই পদ।

Lord Krishna,Spiritual,Hindu,Culture,Utsav,Janmashtami

৩) জন্মাষ্টমীর দিন বানিয়ে নিতে পারেন শ্রী কৃষ্ণের প্রিয় তালের বড়া ও নারকেল নাড়ু। তাল দিয়ে তালের বড়া বানিয়ে নিন। আর নারকেল, ঘি ও চিনি সহযোগে বানিয়ে নিন নারকেল নাড়ু।

৪) শ্রী কৃষ্ণের অন্যতম প্রিয় খাবার ক্ষীর ও পায়েস।জন্মাষ্টমীর মিষ্টি পদ হিসেবে এটি অবশ্যই থাকুক তালিকায়। পায়েসে মেলাতে পারেন জাফরান ও এলাচ। এছাড়া ফলপ্রসাদ ও অন্যান্য ভোগ অর্পণ করবেন এই দিন।




Leave a Reply

Back to top button