ভারতীয় ফুটবল দলে জ্যোতিষী যোগ, অভিযোগ উঠছে প্রধান কোচ নন দল বাছছেন তিনি
ভারতে এই বছর এশিয়ান কাপে অংশগ্রহণ করছে তা এক বিরাট সাফল্য। জানা যাচ্ছে এই এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে কলকাতায় আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশ নির্বাচন করার ক্ষেত্রে জ্যোতিষীর সাহায্য নেন ইগর।

শুভঙ্কর, নয়া দিল্লি: এখন ভারতীয় ফুটবল দল নিজেদের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। পরপর তিনটি টুর্নামেন্টে ইগর স্টিমাকের ছেলেরা জয় লাভ করেছে। কিংস কাপে খেলতে গেছে তারা। আর কয়েকদিন বাদেই আন্তর্জাতিক টুর্নামেন্ট এশিয়ান কাপ খেলবে ভারতীয় ফুটবল দল। এই সাফল্যের পরে প্রত্যেক ফুটবলার ও বর্তমান প্রধান কোচের প্রশংসা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। তবে এইবার উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। চারিদিকে ছড়িয়ে পড়ছে ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ ঈগর প্রথম একাদশ বাছেন এক জ্যোতিষীর পরামর্শে। সম্প্রতি সর্বভারতীয় এক প্রচার মাধ্যম এই ঘটনার উপরে আলোকপাত করেছে। তাদের দাবি আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে জ্যোতিষীর পরামর্শ নিয়ে দল গঠন করেছেন ভারতীয় কোচ। এর আগে এক জ্যোতিষীকে ভারতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত করার খবর প্রকাশ পেয়েছিল। কিন্তু তিনি যে দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন একথা ঘুণাক্ষরে কেউ টের পাননি।
ভারতে এই বছর এশিয়ান কাপে অংশগ্রহণ করছে তা এক বিরাট সাফল্য। জানা যাচ্ছে এই এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে কলকাতায় আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশ নির্বাচন করার ক্ষেত্রে জ্যোতিষীর সাহায্য নেন ইগর। আরও জানা যাচ্ছে, ওই ম্যাচে খেলতে নামার আগে ইগর জ্যোতিষীকে ফোন করে জানান প্রথম একাদশ তৈরি করে দেওয়ার জন্য। জ্যোতিষী ভারতীয় ফুটবলারদের নাম, জন্ম তারিখ সম্পর্কে জানতে চান। ইগর তা লিখে পাঠান। এই জন্যই নাকি সেদিনের ম্যাচ কোনও তারকা খেলোয়াড়দের দেখতে পাওয়া যায়নি। জ্যোতিষী ভূপেন ফুটবলারদের নামের পাশে লিখে স্পষ্ট জানিয়ে দেন কোন কোন ফুটবলারদের নিতে হবে। কাকে নিলে দল খারাপ পারফরম্যান্স করবে। সেই অনুযায়ী দল সাজান প্রধান কোচ।
এই ঘটনা সামনে আসতেই ভারতীয় ফুটবল দল নিয়ে হইচই পড়ে গেছে চারিদিকে। বিদেশি কোচ ঈগরের ভূমিকা নিয়ে সমালোচনা হচ্ছে। প্রসঙ্গত ওই জ্যোতিষীর সঙ্গে ইগরের পরিচয় করিয়ে দেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন সচিব কুশল দাস। এই ঘটনায় তারও নাম বারংবার ভেসে উঠছে।