সোনার ছেলে সোনার জিতল এশিয়ান গেমসে

কিশোরকুমার জেনার থ্রোকে টপকে সোনা জিতে নিল নীরজ চোপড়া। তিনি কত পয়েন্টে এগিয়ে সোনা জিতেছেন তা এক ঝলকে দেখে নিন এই প্রতিবেদনে।

শুভঙ্কর,হ্যাংজু: বেশ কয়েকদিন ধরে শুরু হয়েছে এশিয়ান গেমস। এশিয়ান গেমসে বিভিন্ন ইভেন্টে এগিয়ে রয়েছে ভারত। বিভিন্ন ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করছে ভারত। আর এই কারণেই ভারতের ঝুলিতে বেশ কতগুলি পদকও উঠেছে। এবার এশিয়ান গেমসের জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন সোনার ছেলে নীরজ চোপড়া। শুধু জ্যাভলিন থ্রোয়েই নয়, অলিম্পিক্সেও সোনা জিতেছিলেন। এছাড়াও তিনি সেরার মুকুট পান ডায়মন্ড লিগে।

নীরজ ৮৮.৮৮ মিটার থ্রো করেন। অন্যদিকে স্বদেশীয়ো কিশোরকুমার জেনার থ্রো করে ৮৬.৭৭ মিটার। ২.১১ পয়েন্ট বেশি থ্রো করে সোনা জিতে নিয়েছে নীরজ। এছাড়াও জ্যাকলিন থ্রোতে রূপো জিতেছেন এক ভারতীয় তারকায়। খেলাতে নামার আগে পাকিস্তানের তারকা জ্যাভলিন থ্রোয়ার নাদিম না খেলায় সবাই ভেবেছিল নীরজ হয়তো ভালোভাবে খেলতে পারবে। কিন্তু তার টক্কর হিসেবে হাজির হয়েছিল স্বদেশীয়ো কিশোরকুমার জেনা। প্রথম রাউন্ডের শেষে শীর্ষে ছিলেন দুই ভারতীয়। প্রথমে ছিলেন নীরজ। তিনি করেন ৮২.৩৮ মিটার। আর এরপরেই দ্বিতীয় স্থানে ছিলেন আরেক ভারতীয় কিশোরকুমার জেনা। তিনি থ্রো করেছিলেন ৮১.২৬ মিটার। আর তৃতীয় স্থানে ছিলেন জাপানের কেঞ্জি ওগুরা। তিনি থ্রো করেন ৭৩.৩ মিটার।

Asian games 2023,Neeraj Chopra,javelin throw,India

এবারে এশিয়ান গেমস আয়োজন করেন চীন। তবে এবার চীনের রেফারির উপরেই সবাই রেগে গেলেন। কারণ লাইনে পা না পড়লেও কিশোরের থ্রোকে ফাউল সে করেছিল। আর এই জন্যই সেই রেফারি বিরুদ্ধে প্রতিবাদ করে কিশোর কুমার ও নীরজ। এরপরেই সেই থ্রোকে বৈধ বলা হয়। এমনকি নীরজের তৃতীয় কেউ বাতিল করা হয়েছিল। কিন্তু কথায় আছে শেষ রাতেই বাজি মারা হয়। আর ঠিক তাই নীরজ শেষ রাতে বাজিমাত করেই জিতে নিলেন সোনা।




Leave a Reply

Back to top button