বিতর্কের মাঝে মুখ খুললেন পাক ক্রিকেটার ইফতিখার আহমেদ, বললেন এই মন্তব্য আমার নয়

নওয়াজ নামের একাউন্ট থেকে পোস্ট করে বলা হয় ইফতিখার ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলাকালীন মনে করেন যে গলির বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলছেন। স্বাভাবিকভাবে এই টুইট ভাইরাল হতে তাতে ঝাঁপিয়ে পড়ে ভারতীয় সমর্থকরা।

শুভঙ্কর, নিউ দিল্লী: ক্রিকেট বিশ্বে ভারত পাকিস্তান ম্যাচ মানে একটা আলাদা উত্তেজনা। দর্শকদের চিৎকারে গমগম করে স্টেডিয়াম। এর সঙ্গে সঙ্গেই এই দুই দশের ম্যাচ নিয়ে বিতর্ক যেন লেগেই থাকে। বিশেষ করে নতুন নতুন বিতর্কে জড়িয়ে পড়েন পাকিস্তানের ক্রিকেটাররা। ইদানিংকালে দুই দেশের ক্রিকেট বোর্ডও একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে জড়িয়ে পড়েছিল। তবে সেই সমস্যা মিটেছে। কিন্তু এখন নতুন করে মাথাচড়া দিয়েছে আর এক বিতর্ক। এই সম্যসা পাকিস্তানের সীমিত ওভারে ক্রিকেটার ইফতিখার আহমেদকে নিয়ে। জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারের নওয়াজ নামের একাউন্ট থেকে পোস্ট করে বলা হয় ইফতিখার ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলাকালীন মনে করেন যে গলির বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলছেন। স্বাভাবিকভাবে এই টুইট ভাইরাল হতে তাতে ঝাঁপিয়ে পড়ে ভারতীয় সমর্থকরা। তবে ইফতেখার দাবি করেছেন এইরকম কোনও কথা তিনি কখনই বলেননি।

ঘটনার সূত্রপাত ১১ তারিখে। ওই টুইটার ব্যবহারকারী একটি পোস্ট করেন। সেখানে বলা হয় ইফতেখার ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলাকে নিয়ে বলেছেন পড়শি দেশের সঙ্গে খেলার সময় তিনি মনে করেন গলির বাচ্চাদের সঙ্গে ম্যাচ খেলছেন। তবে আহমেদ এই টুইট দেখার পরেই নিজের একাউন্ট থেকে একটি পোস্ট করেন। তিনি লেখেন, “ যে টুইটে যে কথা বলা হয়েছে এই রকম কথা আমি কোনদিনই বলিনি। এমনকি কোন পেশাদার ক্রিকেটার এই ধরনের কথা কোনদিনই বলবেন না। অনুগ্রহ করে এই ধরনের ভুয়ো খবর ছড়ানো বন্ধ হোক। প্রত্যেককেই ব্যক্তিগতভাবে অনুরোধ এই পোস্টের বিরুদ্ধে রিপোর্ট করুন। কেউ হিংসা ছড়াবেন না। এলন মাক্স এই ধরনের একাউন্টকে ব্লক করে দিন। যারা ব্লুটিকের খারাপ ব্যবহার করছে”।

India vs Pakistan,Asia Cup,ODI cup,controversial comment

আর কিছুদিন পরে ভারত পাকিস্তান এশিয়া কাপ খেলতে নামবে। তার আগে এই টুইট বিতর্কের পরিস্থিতি সৃষ্টি করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে এশিয়া কাপে দুবারের বেশি এই দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এশিয়া কাপ টুর্নামেন্টের পর ভারতে পাকিস্তান বিশ্বকাপ খেলতে যাবে। এখন দেখা যাক এই জল কতদূর গড়ায়।




Leave a Reply

Back to top button