আইএসএল-এর আগে নয়া সাজে ইস্টবেঙ্গল! বদলে যাচ্ছে লাল হলুদ জার্সি

বদলে যাচ্ছে জার্সি, নতুন সাজে ইস্টবেঙ্গল শিবির।

পূর্বাশা, হুগলি: আইএসএলের আগে জোরদার প্রস্তুতি শুরু লাল হলুদ শিবিরে।বুকের জেদকে এবার জার্সিতে আঁকতে চলেছে ইস্টবেঙ্গল। আইএসএল-এর প্রারম্ভে নতুন জার্সি প্রকাশ করল টিম। যেখানে লাল হলুদের ঐতিহ্যে যুক্ত হচ্ছে আরও নতুন কিছু বৈশিষ্ট্য। মোশন ভিডিয়োতে সেই ঝলক দেখলো লাল হলুদ শিবির।

Football,ISL,East Bengal,New Jersey

আগামী ২৫ সেপ্টেম্বর ইন্ডিয়ান সুপার লীগ (ISL)- এ ইস্টবেঙ্গলের ম্যাচ। তার আগেই সাজ পোশাকে
বৈচিত্র্য আনলো ইস্টবেঙ্গল। তাদের নতুন জার্সিতে
রং একই থাকলেও ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে। বদলে যাচ্ছে জার্সির দুপাশের নকশা। নতুন জার্সিতে যোগ করা হয়েছে টিমের নয়া স্পনসর ব্যাটারির নাম। জার্সির পিছন দিকে থাকছে আরেক স্পনসর ইমামির নাম। সব মিলিয়ে ঝাঁ চকচকে নতুন জার্সিতে আগুন বুনে প্রস্তুত ইস্টবেঙ্গল।

Football,ISL,East Bengal,New Jersey

সম্প্রতি অফিসিয়ালভাবে ইস্টবেঙ্গলের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানেই নতুন জার্সির রূপ প্রকাশ্যে এসেছে। টিমের এহেন নতুন সাজ দেখে খুশি সাপোর্টাররা। জার্সির মত মাঠেও যে তাঁরা আগুন ঝরাবেন তা এখন থেকেই ধারণা করে নিয়েছেন তাঁরা।




Leave a Reply

Back to top button