শুধুই কোপ নয় ফুটবলে, যুদ্ধ আবহে আর কোন কোন খেলায় খাঁড়া নামল রাশিয়ার উপরে

রাজকুমার মণ্ডল : ভলিবল বিশ্বচ্যাম্পিয়ানশিপ আয়োজনে বাধা রাশিয়ার। কেড়ে নেওয়া হল ভলিবল বিশ্বচ্যাম্পিয়ানশিপ আয়োজনের সত্ত্ব। চলতি বছরের আগষ্ট-সেপ্টেম্বরে পুরুষ ভলিবল চ্যাম্পিয়ানশিপের আয়োজন করার ক্ষেত্রে বাধানিষেধ ( Federation bans ) জারী করা হয়। ইউক্রেনে আক্রমনের কারন দর্শিয়ে নিষোধাজ্ঞা জারি করে আন্তজার্তিক ভলিবল ফেডারেশন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণ শুরু করার পর থেকেই চ্যাম্পিয়নশিপগুলি একের পর এক কেড়ে নেওয়া হয় আয়োজক রাশিয়ার কাছ থেকে। সর্বশেষ বড় ক্রীড়া প্রতিযোগিতা ভলিবল বিশ্বচ্যাম্পিয়ানশিপ থেকেও বঞ্চিত ( Federation bans ) রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পর, ক্রমবর্ধমান পরিস্থিতির অবনতির জন্য এবং ইউক্রেনের জনগণের নিরাপত্তার জন্য গভীরভাবে উদ্বিগ্ন বলে জানানো হয় ন্তজার্তিক ভলিবল ফেডারেশনের তরফ থেকে। আবশেয়ে ভলিবল প্রশাসনিক বোর্ড এই সিদ্ধান্তে উপনীত যে ইউক্রেনের যুদ্ধের কারণে রাশিয়ায় বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি ও মঞ্চায়ন করা অসম্ভবপর। ইউরোপীয় ফুটবলের গভর্নিং বডি উয়েফার-এর ঘোষণা অনুসরণ করে ফেডারেশনের সিদ্ধান্ত ( Federation bans ) কার্যকর করা হয়েছে বলে জানানো হয়।
ভলিবল ছাড়াও ব্যাডমিন্টন ও সাঁতার ফেডারেশনের তরফ থেকে রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ব ব্যাডমিন্টন নিয়ন্ত্রক সংস্থা (বিডব্লিউএফ) পরিস্কার করে ব্যাডমিন্টন থেকে রাশিয়াকে বরখাস্তকরনের বিষয়টির ব্যাখ্যা করেছে। আন্তজার্তিক অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে একই সুর। এমনকি 8-13 মার্চ জার্মান ওপেনে রাশিয়া থেকে ক্রীড়াবিদ এবং কর্মকর্তাদের অংশগ্রহনের বাধা নিষেধ থাকছেই। এমনকি প্যারা অলিম্পিকেও স্বল্প সংখ্যক রাশিয়ান ক্রীড়াবিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাড়পত্র পাওয়া খেলোয়াড়রা অবশ্য নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানানো হয় বিশ্ব ব্যাডমিন্টন নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে।
সাঁতারের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিনা জানায় কাজানে বিশ্ব জুনিয়র সাঁতার চ্যাম্পিয়নশিপ বাতিল করা হয়েছে ( Federation bans )। অবশ্য রাশিয়ার তরফে জানানো হয় নিরপেক্ষ ক্রীড়াবিদ বা নিরপেক্ষ দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে রাশিয়ান এবং বেলারুশিয়ান ক্রীড়াবিদরা। আন্তজার্তিক অলিম্পিক অ্যাসোসিয়েশনের এই বিষয়টা ভিত্তিহীন বলে জানিয়েছে। ইতিমধ্যেই নরওয়েজিয়ান স্কিইং অ্যাসোসিয়েশনও ঘোষণা করেছে রাশিয়ান এবং বেলারুশিয়ান স্কিয়ারদের কোনোভাবেই অংশগ্রহন করতে দেওয়া হবে না নরওয়ের স্কিইং-এ।