বিশ্বকাপে দাপট অব্যাহত ভারতের, ১৬০ রানের জয় নেদারল্যান্ডের বিরুদ্ধে
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাটে-বলে ধামাকা করে দেখালো ভারত। এর সঙ্গে বিশ্বকাপে দাপট অব্যাহত রাখলো রোহিত শর্মারা। রবিবার নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারিয়ে টেবিল টপার হিসেবে গ্রুপ স্টেজ শেষ করলো ভারত।

বেঙ্গালুরু: দীপাবলিতে ‘ডবল ধামাকা’! একদিকে বাজির শব্দে মেতেছে গোটা ভারতবর্ষ (India)। অন্যদিকে, বেঙ্গালুরুর (Bengaluru) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) ব্যাটে-বলে ধামাকা করে দেখালো ভারত। এর সঙ্গে বিশ্বকাপে দাপট অব্যাহত রাখলো রোহিত শর্মারা (Rohit Sharma)। রবিবার নেদারল্যান্ডসকে (Netherlands) ১৬০ রানে হারিয়ে টেবিল টপার হিসেবে গ্রুপ স্টেজ শেষ করলো ভারত।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। নেমেই দ্রুত গতিতে রান করা শুরু করেন দুই ওপেনার। ১২ ওভারের মাথায়, ৩২ বলে ৫১ রানের ইনিংস খেলে, প্যাভিলিয়নে ফিরে যান তারকা ওপেনার শুভমান গিল (Shubhman Gill)। বোর্ডে তখন স্কোর ১০০। এরপর কিছুক্ষণের মধ্যেই ফিরে যান রোহিত শর্মা নিজেও। তাঁর সংগ্রহ ৫৪ বলে ৬১। এরপর একটি বড় পার্টনারশিপ গড়েন কিং কোহলি (Virat Kohli) ও মিডিল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। ৫৬ বলে ৫১ রান করে আউট হন কোহলি। এরপরই দীপাবলির দিন আসল ধামাকা আসে শ্রেয়াস আইয়ার ও কেএল রাহুলের (KL Rahul) ব্যাট থেকে। দুজনেই করেন শতরান। ৬৪ বলে ১০২ রানে আউট হন রাহুল। অন্যদিকে শ্রেয়াস অপরাজিত থাকেন ৯৪ বলে ১২৮ রানে। ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৪১০ রান তোলে ভারত। ডাচ বোলারদের মধ্যে দুটি উইকেট নেন ব্যাস ডি লিড (Bas De Leede) এবং একটি করে উইকেট নেন ভ্যান মিকেরেন (Van Meekeren) এবং ভ্যান ডার মারবে (Van Der Merwe)।
জবাবে রান তাড়া করতে নেমে ৪৭.৫ ওভারে ২৫০ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। ব্যাট হাতে অর্ধশতরান করেন তেজা নিদামানুরু (Teja Nidamanuru)। তাঁর সংগ্ৰহ ৩৯ বলে ৫৪। এছাড়াও ৪৫ রানের একটি ইনিংস খেলেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট (Sybrand Engelbrecht)। ভারতের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন বুমরাহ (Jaspreet Bumrah), সিরাজ (Mohammad Siraj), কুলদীপ (Kuldeep Yadav) ও জাদেজা (Ravindra Jadeja) এবং একটি করে উইকেট নেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ব্যাট হাতে দুর্দান্ত শতরানের জন্য ম্যাচের সেরা হন শ্রেয়াস আইয়ার।