সুপার ফোরে আরও একবার ভারত-পাক, হুঙ্কার পাকিস্তানের তৈরি ভারত
বৃষ্টির জন্য হয়নি প্রথম ম্যাচ। আজ ফের মুখোমুখি দুই দল। মাঠের বাইরের উত্তেজনা শুরু হয়ে গেছে। এখন শুধু বল গড়ানোর অপেক্ষা। বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে রিজার্ভ ডে রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

শুভঙ্কর, নয়া দিল্লি: আজ এশিয়া কাপের রবিবারীয় মহারণে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বের খেলা কাটিয়ে শুরু হয়েছে সুপার-৪ লড়াই। প্রাথমিক পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারত এশিয়া কাপ যাত্রা শুরু করে। কিন্তু সেই ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। ১ পয়েন্ট করে পায় দুই দল। আজকের ম্যাচে নামার আগে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে দুই শিবিরে। পাকিস্তানের পক্ষ থেকে কড়া লড়ায় এবং আত্মবিশ্বাসের কথা বলে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। অন্যদিকে প্রাক্তন তারকা পেসার শোয়েব আক্তার নিজেদের এই দলকে নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। তবে তুলনামূলকভাবে ধীরে চলার নীতি গ্রহণ করেছে ভারতীয় শিবির।
কিছুদিন আগে ভারত-প্যাক ম্যাচ বৃষ্টির জন্য বন্ধ হয়ে যাওয়ায় সমর্থক থেকে বিশেষজ্ঞ মহল প্রত্যেকেই হতাশ হন। আজকের ম্যাচেও শ্রীলংকার প্রেমদাসা স্টেডিয়ামে বৃষ্টি পূর্বাভাস দিয়ে রেখেছে সেখানকার আবহাওয়া দপ্তর। তবে এই ম্যাচের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে একটি রিজার্ভ ডে রাখা হয়েছে। আজ যদি খেলা ভেস্তে যায় তাহলে আগামীকাল খেলা হবে । সে ক্ষেত্রে আজ যেখানে খেলা বন্ধ হবে সেখান থেকেই খেলতে হবে দুই দলকে। সূত্র মারফত পাওয়া পিচের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, এখানকার পিচ অনেকটা ব্যাটিং সহায়ক হবে। সেইভাবে সাহায্য না পেতেই পারেন দুইদলের জোরে বোলাররা। তবে ইতিমধ্যেই পাকিস্তান তাদের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে। তিন জোরে বোলারের বদলে চারজন পেসার নিয়ে নামতে চলেছে পাক দল। ভারতীয় দলের বদলের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
এশিয়া কাপের জন্য দল ঘোষণার সময়ই বলা হয় চোটের জন্য প্রাথমিক পর্বের ম্যাচ খেলতে পারবেন না কেএল রাহুল। তবে সুপার ফোরের খেলা থেকে দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি। সেই রকমই হতে চলেছে। রাহুলকে পুরোদমে প্র্যাকটিসও করতে দেখা গেছে। তবে তিনি কার পরিবর্তে দলে আসবেন সে বিষয়ে স্পষ্ট নয়। অন্যদিকে রানের জন্য মরিয়া হয়ে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচ পুরো খেলা না হলেও ভারত ব্যাটিং সম্পূর্ণ করে। সেই ম্যাচে বিরাটের ব্যাট থেকে রান আসেনি। আজ প্রত্যেককেই তার ব্যাট থেকে রান দেখতে চাইবেন। আর মাত্র কয়েক ঘণ্টা ফের লড়াই নামতে চলেছে দুই চির-প্রতিদ্বন্দী।