ব্যাটে-বলে দুরমুষ ওয়েস্ট ইন্ডিজ, ২০০ রানে সিরিজ জিতল হার্দিকরা

বিশ্বকাপের আগে এটাই ছিল শুভমন গিল, ইশান কিষাণদের অগ্নিপরীক্ষা

রোহিত শর্মা ও বিরাট কোহলি মাঠের বাইরে। পুরো দায়িত্ব ছিল নতুনদের উপর। বলা হচ্ছিল বিশ্বকাপের আগে এটাই শুভমন গিল, ইশান কিষাণদের অগ্নিপরীক্ষা। সেই পরীক্ষাই তারা সফল। তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২০০ রানে দুরমুষ করে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। ব্যাটসম্যানদের দাপটের পর বল হাতে কামাল দেখালেন শার্দুল-মুকেশরাও।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছে ভারত। প্রথম দুটি ম্যাচের একটিতে বিরাটরা জিতলেও অন্যটিতে জয় হাসিল করে নেয় ক্যারিবিয়ানরা। নির্ধারণকারী ম্যাচে বিরাট এবং রোহিত খেলেননি। তবে এতে টিম ইন্ডিয়ার তরুণ ব্রিগেডের কোনও অসুবিধা হয়নি। হাসতে হাসতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেন অধিনায়ক হার্দিক পান্ড্যিয়া। জয়ের পর তিনি বলেন, ‘চাপ সামলাতে না পারলে নায়ক হওয়া যায় না’।

India,West Indies,Win,One Day Series

ম্যাচের শুরু থেকেই রাশ নিজেদের হাতে তুলে নেয় ভারত। রোহিত না থাকায় ওপেন করতে নেমেছিলেন শুভমন গিল এবং ইশান কিষাণ। এই মুহূর্তে স্বপ্নের ফর্মে আছেন ইশান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তিন ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছেন। এদিন করেন ৬৪ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস।

উইকেটের পিছনেও দলকে ভরসা যোগাচ্ছেন ইশান কিষাণ। ঋষভ পন্থ গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। কিন্তু বিশ্বকাপে তাঁকে পাওয়া যাবে না বলেই ধরে নিচ্ছে টিম ইন্ডিয়া। কেএল রাহুল-ও চোট পেয়ে মাঠের বাইরে। ফলে ইশান কিষাণের উপরই বাজি ধরছেন মেড ইন ব্লু।

শুভমন গিলের মারকাটারি ইনিংসের কাঁধে চেপে শুরুতেই মাঠ জুড়ে ফুল ফোটাতে থাকে হার্দিকের দল। মাত্র ১৫ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় তাঁর। সঞ্জু স্যামসনও হাফ সেঞ্চুরি করেন। অধিনায়কোচিত ইনিংস খেলেন হার্দিক পাণ্ড্যিয়াও। ৫২ বলে ৭০ রানের টি টোয়েন্টি সুলভ ইনিংস আসে তাঁর ব্যাট থেকে। সূর্যকুমার যাদব করেন ৩০ বলে ৩৫ রান। ইন্ডিয়া তোলে ৫ উইকেটে ৩৫১। ব্যাটসম্যানদের পর বল হাতে ভেলকি দেখান মুকেশ-শার্দুলরা। মাত্র ১৫১ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

 




Leave a Reply

Back to top button