মার্কিন মুলুকে যস্বশীদের ঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

দুটি ম্যাচে পিছিয়ে পড়ে সিরিজ ড্র। আজ শেষ টি-টোয়েন্টি খেলতে মাঠে নামছে ভারত। ব্যাটাররা রানে ফেরায় খুশির হাওয়া দলে।

শুভঙ্কর,কলকাতা: অবশেষে দাপুটে ছন্দে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে নিজেদের পুরনো ফর্মে ফিরে এলেন ভারতের ব্যাটাররা। প্রথম দুটো ম্যাচ হেরে কার্যত চাপে ছিল হার্দিক পান্ডিয়ার দল। তৃতীয় ম্যাচে ২-১ করে তারা। চতুর্থ ম্যাচে ২-২। পিছিয়ে পড়ে সিরিজ জেতার মুখে দাঁড়িয়ে তরুণ দল। চতুর্থ ম্যাচ খেলা হয়েছে মার্কিন মুলুকের ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্ক স্টেডিয়ামে। শেষ এবং পঞ্চম ম্যাচও খেলা হবে এই স্টেডিয়ামেই। সিরিজ ড্র করার কয়েক ঘন্টার ব্যবধানে আজ ফের ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সামনে সিরিজ জেতার সুযোগ।

প্রথম দুটি ম্যাচে সিরিজের অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন। ওয়েস্ট ইন্ডিজ নিজেদের দাপট বজায় রাখে। ‘ম্যান ইন ব্লু’রা ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ জিততে পারছিল তারা। অধিনায়ক হার্দিকও বারবার বলে আসছিলেন ম্যাচ জেতাবে বোলাররা। ব্যাটারটা যদি রান করতে না পারেন তবে সেটা তাঁদের ব্যর্থতা। তবে তৃতীয় ম্যাচে মিডিল ওডারে সূর্য কুমার যাদব এবং তিলক বর্মার অসাধারণ ইনিংস ম্যাচ জিতিয়ে দেয় ভারতকে। এবার অপেক্ষা ছিল ওপেনিং জুটির ফর্মে ফিরে আসার। চতুর্থ ম্যাচে হলেও তাই। ঈশান কিষাণকে ওপেনিংয়ে সুযোগ দেওয়ার পরেও ব্যর্থ হন তিনি। তাঁর জায়গায় আনা হয় তরুণ উঠতি ক্রিকেটার যস্বশী যশওয়ালকে। জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টির অভিষেক ম্যাচে তাড়াহুড়ো করতে গিয়ে আউট হন এই তরুণ। তবে চতুর্থ ম্যাচে স্বমহিমায় ফিরে আসেন তিনি। ৫১ বলে ৮৪ রান করে অপরাজিতা থাকেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন যস্বশী। অন্যদিকে তরুণ তুর্কি শুভমান গিলও অনেকদিন ধরে রান পাচ্ছিলেন না। এই ম্যাচে ফের জ্বলে ওঠেন। করেন ৪৭ বলে ৭৭ রান।

Hardik Pandya,Indian cricket team,India versus West Indies 4th T20 match,India tour of West Indies,Shubman gill,BCCI,Yashasvi Jaiswal

 

এই দুই তরুণ ব্যাটারের ব্যাটে ভর করেই ম্যাচ বৈতরণী পার হয়ে যায় ভারত। ওপেনিং জুটিতে রান ওঠে ১৬৫। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৭৯ রানের লক্ষ্যমাত্রা ১ উইকেট হারিয়ে ৩ ওভার বাকি থাকতেই তুলে ফেলেন জশওয়ালরা। ভারতীয় ব্যাটিং লাইন আপ ধীরে ধীরে ফর্মে ফিরে আসায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বয়েছে দলে। এই দুই ব্যাটার যা রূপ দেখালেন তাতে আজকের ম্যাচ জিতে সিরিজ নিয়েই ঘরে ফিরতে চাইবে ভারত।




Leave a Reply

Back to top button