এশিয়ান গেমসে এখন ভারত রয়েছে চতুর্থ নম্বর স্থানে
এশিয়ান গেমসে ভারত চতুর্থ নম্বর স্থানে আসার জন্য কি কি পদক পেয়েছে তা এক ঝলকে দেখে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে।

শুভঙ্কর, হাংঝাউ: বর্তমানে চলছে ১৯ তম এশিয়ান গেমস। জানিয়ে ক্রিকেটপ্রেমীরা বেশ উন্মাদনার মধ্যে রয়েছে। তবে এবার এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটদের দুর্দান্ত পারফরম্যান্স করছে। তারা নিজেদের জায়গা ধরে রেখেছে। ৯ দিন পর্যন্ত খেলে টিম ইন্ডিয়ার ঝুলিতে রয়েছে ৬০টি পদক। আর এই সাতটি পদকের জন্য ভারতের স্থান হয়েছে চতুর্থ নম্বরে। এই ৬০টি পদকের মধ্যে ২৩ টি আছে ব্রোঞ্জ পদক, ২৪ টি আছে রুপোর পদক এবং সোনা রয়েছে ১৩ টি।
তবে ৯ নম্বর দিন খেলার পর ভারতের আগে কারা কারা আছেন জানতে ইচ্ছা করছে তো। তবে এক ঝলকে দেখে নিন ৯ নম্বর দিনে খেলার শেষে ভারতের আগে আর কারা কারা আছে। প্রথম তিনটি স্থানে রয়েছে চীন জাপান ও দক্ষিণ কোরিয়া। তবে এবারের এশিয়ান গেমস আয়োজন করেছে চীন। তার ঝুলিতে রয়েছে মোট ২৭০ টি পদক। এরমধ্যে ১৪৭ টি রয়েছে সোনার পদক। জাপানের ঝুলিতে আছে ১১২ টি পদক তার মধ্যে ৩৩ টি সোনার পদক রয়েছে। আর দক্ষিণ কোরিয়ার রয়েছে ১৩৩ টি পদক। এর মধ্যে ৩১ টি রয়েছে সোনার পদক। ভারতের যোনিতে বেশি পদক এসেছে শ্যুটিং থেকে। এই শ্যুটিং থেকে এসেছে মোট ২২ টি পদক। শ্যুটাররা এশিয়ান গেমসের মঞ্চ থেকে ভারতের জন্য ৭ টি সোনার উপর এবং ছটি ব্রোঞ্জের পদক এনেছে। এছাড়াও রোয়িংয়ে ভারত পেয়েছে তিনটি ব্রোঞ্জ এবং ২ টি রুপোর।
এছাড়াও এশিয়ান গেমসে ভারতীয় মহিলা দল পেয়েছে সোনার পদক। টেনিস, স্কোয়াশ, ইকুয়েস্ট্রিয়ানে থেকে ভারত ১ টি করে ও অ্যাথলেটিক্স থেকে ২ টি সোনা পেয়েছে ভারত। শুধু এরাই নয়, হকি দল ভারতকে পদক এনে দিতে পারবে বলে মনে করছে সকলেই। কারণ এখনও পর্যন্ত ভারতীয় হকি দল দুর্দান্ত পারফরম্যান্স করছে। ভারতীয় দল শেষ ম্যাচ খেলেছে বাংলাদেশের বিরুদ্ধে ‘পুলে’-তে। সেখানে দুর্দান্তভাবে জয় পেয়েছে ভারত। এই ম্যাচে হরমনপ্রীত হ্যাটট্রিক করেন এবং তিন গোল করেন মনদীপ সিংহ।