‘আপনি এখনই বলতে পারবেন না, আমরা ফেভারিট’- এই রকম মন্তব্য কেন করলেন কপিল
তবে এই পারফরমেন্স যে ভারতকে বিশ্বকাপে এগিয়ে রাখবে তা মানতে নারাজ বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব।

শুভঙ্কর, মুম্বাই: শ্রীলঙ্কাকে রেকর্ড রানে হারিয়ে এশিয়া কাপ জিতেছে ভারত। বিশ্বকাপের আগে তাদের এই পারফরম্যান্স স্বাভাবিকভাবেই খুশির হাওয়া এনে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টে। ব্যাটিং থেকে বোলিং দুই বিভাগই পুরো টুর্নামেন্ট জুড়ে আশানুরূপ পারফরম্যান্স দেখিয়েছে। বিশেষ করে ফাইনালের দিনে সিরাজের বোলিং নজর কেড়েছে সবার। এক ওভারে চারটি উইকেট নেওয়ার প্রশংসা করা হচ্ছে সর্ব মহলে। অনেকেই মনে করছেন এইরকম পারফরম্যান্স ভারতীয় দল ধরে রাখলে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে তারাই। তবে প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব অবশ্যই এ কথা মনে করেন না। সম্প্রতি এক ইভেন্টে তিনি জানান, ভারতীয় দল খুব ভালো কিন্তু এখনই তাদের ফেভারিট বলা যাবে না।
এশিয়া কাপ ফাইনালে ভারত শ্রীলংকাকে মাত্র ৫০ রানে অলআউট করে দেয়। শ্রীলংকা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলে সেটা তাদের জন্য হীতে বিপরীত হয়। মাত্র ১৫ ওভার ২ বলে অলআউট হয়ে যায় শ্রীলংকা। সিরাজ নেন ৬টি উইকেট, হার্দিক পান্ডিয়া তুলে নেন তিনটি, একটি উইকেট পান জসপ্রীত বুমরাহ। এই নিয়ে ভারত ৮বার এশিয়া কাপ জিতল। এটাই সর্বোচ্চবার। ভারতীয় দলের এই খেলা নিয়ে সব জায়গায় প্রশংসা হয় এবং প্রাক্তন ক্রিকেটারাও বলতে থাকেন এটা অসাধারণ পারফরম্যান্স।
তবে এই পারফরমেন্স যে ভারতকে বিশ্বকাপে এগিয়ে রাখবে তা মানতে নারাজ বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব। তিনি সম্প্রতি একটি অনুষ্ঠানে বলেন, “ আগে উইকেট তোলার জন্য আমাদের স্পিনারদের উপরে নির্ভর করতে হত। তবে এটা সুখবর উপমহাদেশীয় উইকেটে ভারতীয় জোরে বোলাররা সব উইকেট নিচ্ছে। এর ফলেই দল এখন ভাল খেলছে। তবে এখনই ভারতকে বিশ্বকাপের ফেভারিট হিসাবে দেখা উচিত হবে না। আমাদের খুব পরিশ্রম করতে হবে। আমি আমার দলের সম্পর্কে জানি অন্য দলের সম্পর্কে জানি না তাই আগে থেকে কিছু ধরে নেওয়া ঠিক নয়। ভারত বিশ্বকাপ জেতার থেকেও আমি চাই ওরা ক্রিকেটে আরও আধিপত্য বিস্তার করুক। আমার মনে হয় ভারতীয় টিম ম্যানেজমেন্টও সেটা চায়”। খেলোয়ারদের চোটের সম্পর্ক কথা বলেছেন কপিল। তিনি মনে করেন বিশ্বকাপের আগে ক্রিকেটারদের চোট নিয়ে একটু সতর্ক থাকা উচিত। এছাড়াও তিনি শুভমন গিলের প্রশংসা করেছেন।