গড়লেন বিশ্বরেকর্ড!কিন্তু শর্মার হাতে ঘটলো সর্বনাশ

তবে কি অধিনায়ক হওয়াটার দায়িত্বটা ঠিক পালন করা হলো না? নিজের হাতেই এমন ক্ষতি কেউ করে ?

জিত হলো পর পর চারটি ম্যাচেই। কিন্তু নিজের মতো দল গঠন নিয়ে বির্তকের মুখে পড়তে হলো রোহিতকে। কোনও এক অজ্ঞাত কারণে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই কোনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে না পারা শার্দূল ঠাকুরকে নিয়মিতভাবে খেলিয়ে যাচ্ছিলো টিম ম্যানেজমেন্ট। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে চোট-আঘাতের সমস্যার কারণে মহম্মদ শামি-কে ভারতীয় একাদশে জায়গা দিতে বাধ্য হন অধিনায়ক রোহিত শর্মা। এরপর দলে এসেই বিশ্বকাপে প্রথম বারের জন্য ম্যাচ খেলতে এসেই প্রথম বলেই পেলেন উইকেট।

তারপর নিজের দ্বিতীয় ছেলে এসে ভাঙলেন রাঁচিন রবীন্দ্র ও ড্যারেল মিচেলের বিপজ্জনক পার্টনারশিপ। তারপর ডেথ ওভারে ফের বোলিং করতে এসে নিলেন আরও তিনটি উইকেট। সব মিলিয়ে নিজের ১০ ওভারে ৫৪ রান দিয়ে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ৩০০-র কাছাকাছি পৌঁছতে পরে গেলো বড়ো বাঁধা।

এই নিয়ে ১২ তম ম্যাচ শামির বিশ্বকাপের ময়দানে।১২ ম্যাচে তিনি পেয়ে গিয়েছেন ৩৬ উইকেট। তিনিই প্রথম ,ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এত কম ম্যাচ খেলে ৩৬ উইকেট যা আরে কারুর ঝুলিতে এতদিন ছিলনা। ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন জাহির খান। ২৩ ম্যাচ খেলে রয়েছে ৪৪ উইকেট। এই বিশ্বকাপের শুরু থেকে শামিকে দলে জায়গা দিলে হয়তো জাহিরের রেকর্ড ভাঙার খুব কাছাকাছি পৌঁছে যেতেন তিনি। তবে এখনো শামির কাছে সুযোগ রয়েছে এই রেকর্ড ভেঙে দেওয়ার। রোহিত শর্মা,ওয়ার্ল্ড কাপ ২০২৩,সিদ্ধান্ত,বিশ্বরেকর্ড

এছাড়া গতকাল শামি গতকাল গড়েছেন আরও একটি রেকর্ড। এর আগে ২২৫ এবং ২২৭টি ম্যাচ খেলে যথাক্রমে ভারতের হয়ে সবচেয়ে বেশি ফাইফার নেওয়ার রেকর্ডটি ছিল হরভজন সিং এবং জাভাগল শ্রীনাথের। দুজনেই নিজেদের ওডিআই কেরিয়ারে তিনটি করে ফাইফার নিয়েছিলেন। এদিন নিউজল্যান্ডের বিরুদ্ধে নিজের ওডিআই কেরিয়ারে মাত্র ৯৪তম ওডিআই ম্যাচ খেলতে নেমেই তাদেরকে ছুঁয়ে ফেলেছেন শামি। তার নামের পাশেও এখন তিনটি ফাইফার।

ম্যাচ শেষে সেরা পুরস্কার নিতে এসে শামি বললেন, “প্রথম বলে উইকেট নেওয়ার পর অনেক আত্মবিশ্বাস পেয়েছি। যদি আপনার সতীর্থরা ভালো করে থাকে, তাহলে আপনার উচিত তাদের সমর্থন করা। নিজের ভালোর চেয়েও এটা বেশি গুরুত্বপূর্ণ যে টিম ভালো পারফর্ম করছে। আমি এইটা বুঝতে পারছি। কাল ডেথ ওভারে উইকেট নেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল, আপনি সবসময় চান আপনার দলকে সেরা করে তুলতে। খুব খুশি যে আমি সেই উইকেটগুলি পেয়েছি এবং ভারত এখন পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে।”




Leave a Reply

Back to top button