IPL 2022: এবার ট্রাক ড্রাইভারের পেশায় বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক MS Dhoni

বেশ কিছুদিন ধরেই নেট দুনিয়ায় একটি ভিডিও ভাইইরাল হয়েছে । ভিডিওতে দেখা যাচ্ছে ভারতের প্রাক্তন অধিনায়ক ও সুপার কিংসের খিলাড়ি মহেন্দ্র সিং ধোনি ( Mahendra Singh Dhoni ) ট্রাক ড্রাইভারের বেশে সামনে আসছেন । নেট দুনিয়ায় বেশ জনপ্রিয়তা লাভ করেছে ভিডিওটি । মাহি ভক্তরা উচ্ছ্বসিত প্রাক্তন অধিনায়কের এই নতুন ভিডিওর প্রোমো দেখে । পঞ্চদশ আইপিএল ( IPL 2022 ) এর আগেই প্রাক্তন অধিনায়কের ( Mahendra Singh Dhoni ) এই ভিডিওটি প্রকাশ্যে এনেছেন স্টার স্পোর্টস ( Star Sports ) সম্প্রচারকারি চ্যানেল ।

আরও পড়ুন……………….Volodymyr Zelenskyy Dance যুদ্ধ আবহেই শোরগোল নেট দুনিয়ায়, মুহূর্তেই ভাইরাল ইউক্রেনের প্রেসিডেন্টের নাচের ভিডিও

‘ ক্যাপ্টেন কুল ‘ এর এই নয়া অবতার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেও বেশি সময় লাগেনি । ভিডিওতে ( IPL 2022 ) দেখা যাচ্ছে রাওডে স্টাইলে চোখে চশমা পড়ে একেবারে হার্টথ্রব ভঙ্গিতে ক্যামেরায় লুক দিচ্ছেন মাহি ।
আগামী ২৬ মার্চ থেকেই শুরু হয়ে যাবে ( IPL 2022 ) আইপিএল । ২৯ শে মে পর্যন্ত চলবে এই খেলা । লিগের ১৫তম আসরে ১০টি দল খেলবে । ১৪টি ম্যাচে খেলা হবে । আর বেশি দিন বাকি নেই । এর মধ্যেই জোর প্রস্তুতি চলছে আইপিএল আয়োজকদের । তবে এই কথা সত্যি যে অভিনব পন্থায় মাহিকে ( Mahendra Singh Dhoni ) দিয়ে প্রচারকার্য চালাচ্ছেন চ্যানেল কতৃপক্ষ এতে ক্রিকেটপ্রেমীদের ঘুম উরে যাওয়ার অবস্তা । ইতিমধ্যেই অডিয়েন্সদের মধ্যে কাউণ্টডাউন শুরু হয়ে গিয়েছে ।

বেশ কিছুদিন ধরেই নেট দুনিয়ায় একটি ভিডিও ভাইইরাল হয়েছে । ভিডিওতে দেখা যাচ্ছে ভারতের প্রাক্তন অধিনায়ক ও সুপার কিংসের খিলাড়ি মহেন্দ্র সিং ধোনি ( Mahendra Singh Dhoni ) ট্রাক ড্রাইভারের বেশে সামনে আসছেন । নেট দুনিয়ায় বেশ জনপ্রিয়তা লাভ করেছে ভিডিওটি । মাহি ভক্তরা উচ্ছ্বসিত প্রাক্তন অধিনায়কের এই নতুন ভিডিওর প্রোমো দেখে । পঞ্চদশ আইপিএল ( IPL 2022 ) এর আগেই প্রাক্তন অধিনায়কের ( Mahendra Singh Dhoni ) এই ভিডিওটি প্রকাশ্যে এনেছেন স্টার স্পোর্টস ( Star Sports ) সম্প্রচারকারি চ্যানেল ।

‘ ক্যাপ্টেন কুল ‘ এর এই নয়া অবতার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেও বেশি সময় লাগেনি । ভিডিওতে ( IPL 2022 ) দেখা যাচ্ছে রাওডে স্টাইলে চোখে চশমা পড়ে একেবারে হার্টথ্রব ভঙ্গিতে ক্যামেরায় লুক দিচ্ছেন মাহি ।
আগামী ২৬ মার্চ থেকেই শুরু হয়ে যাবে ( IPL 2022 ) আইপিএল । ২৯ শে মে পর্যন্ত চলবে এই খেলা । লিগের ১৫তম আসরে ১০টি দল খেলবে । ১৪টি ম্যাচে খেলা হবে । আর বেশি দিন বাকি নেই । এর মধ্যেই জোর প্রস্তুতি চলছে আইপিএল আয়োজকদের ।

আরও পড়ুন……………….Bengal Municipal Election : অর্জুন সিংহের পাশেই কেঁদে ফেললেন বিজেপি প্রার্থী, নাটকীয় মোড় ভাটপাড়ায়

তবে এই কথা সত্যি যে অভিনব পন্থায় মাহিকে ( Mahendra Singh Dhoni ) দিয়ে প্রচারকার্য চালাচ্ছেন চ্যানেল কতৃপক্ষ এতে ক্রিকেটপ্রেমীদের ঘুম উরে যাওয়ার অবস্তা । ইতিমধ্যেই অডিয়েন্সদের মধ্যে কাউণ্টডাউন শুরু হয়ে গিয়েছে ।




Leave a Reply

Back to top button