এশিয়া কাপে আগুন ঝরানো বোলিংয়ের পুরস্কার, ওয়ান ডে-তে এখন বিশ্বের সেরা বোলার সিরাজ
এশিয়া কাপের ফাইনাল। মহম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে ছারখার দাসুন শনকাদের ব্যাটিং। মাত্র ৫০ রানে অলআউট শ্রীলঙ্কা। ফাইনালে ৬ উইকেট নেওয়ার পুরস্কার পেলেন সিরাজ।

এশিয়া কাপের ফাইনাল। মহম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে ছারখার দাসুন শনকাদের ব্যাটিং। মাত্র ৫০ রানে অলআউট শ্রীলঙ্কা। ফাইনালে ৬ উইকেট নেওয়ার পুরস্কার পেলেন সিরাজ। ওয়ান ডে র্যাঙ্কিংয়ে উঠে এলেন এক নম্বরে।
টপকে গেলেন অষ্ট্রেলিয়ার যশ হ্যাজেলউডকে। সাদা বলের ম্যাচে এখন তিনিই বিশ্বের সেরা বোলার। উল্লেখ্য, ফাইনালের আগে সিরাজের র্যাঙ্কিং ছিল ৯। এক লাফে আট ধাপ উঠেছেন ভারতের ডান হাতি পেসার।
এশিয়া কাপে ১২.২ গড়ে মোট দশ উইকেট নেন সিরাজ। তারপরই আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে তাঁর মোট পয়েন্ট হয় ৬৯৪। উঠে আসে শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছে যশ হ্যাজেলউড। তাঁর পয়েন্ট ৬৭৮। ৬৭৭ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।
তবে আইসিসি র্যাঙ্কিংয়ে সিরাজ এবারই প্রথম শীর্ষ স্থান দখল করলেন তা নয়। গত মার্চে হ্যাজেলউডকে সরিয়ে তিনি এক নম্বরে উঠে এসেছিলেন। কিন্তু সেই স্থান ধরে রাখতে পারেননি। এশিয়া কাপের আগুনে বোলিং তাঁকে ফের বিশ্বসেরার খেতাব এনে দিল।
ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও জেতেন সিরাজ। শুধু তাই নয়, জিতে নেন তামাম ক্রিকেট অনুরাগীদের হৃদয়ও। ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন মাঠকর্মীদের হাতে। বলেন, ‘বৃষ্টিতে বারবার খেলা বন্ধ হয়ে যাচ্ছিল। গ্রাউন্ড স্টাফরা না থাকলে ম্যাচই হত না’।
সিরাজ ছাড়াও আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ের সেরা দশে ঠাঁই পেয়েছেন ভারতের কুলদীপ যাদব। এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেট এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ উইকেট নেন তিনি। র্যাঙ্কিংয়ে কুলদীপ রয়েছেন নবম স্থানে।
চার ও পাঁচ নম্বরে রয়েছেন আফগানিস্তানের দুই স্পিনার মুজিব উর রহমান ও রশিদ খান। ৬ নম্বরে মিচেল স্টার্ক, ৭ নম্বরে ম্যাট হেনরি, ৮ নম্বরে অ্যাডাম জাম্পা এবং ১০ নম্বরে রয়েছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি।
অন্যদিকে ব্যাটারদের তালিকায় খুব একটা বদল হয়নি। শীর্ষে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। দ্বিতীয় শুভমন গিল। প্রথম দশে বিরাট কোহলি এবং রোহিত শর্মা রয়েছেন। তবে ২০ ধাপ উঠে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন প্রোটিয়া কিপার-ব্যাটার হেনরিখ ক্লাসেন।