“বউ আমাকে CSK জার্সি পড়তে দেয়নি” আইপিএল সমর্থকের ব্যানারে মাতলো নেট দুনিয়া
শুক্রবার আইপিএলে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে বিরাট কোহলির (Virat Kohli) রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) ম্যাচ ভালোই চলছিল। টসে জিতে মহেন্দ্র সিং ধোনি কোহলির রয়েল চ্যালেঞ্জার্সকে প্রথমে ব্যাটিং করতে দেয়। এক সময় ১১১/০ নিয়ে শুরু করলেও শেষ অব্দি আরসিবি বোর্ডে মাত্র ১৫৬/৬ ম্যানেজ করতে পেরেছিল। মেন ইন ইয়োলো খুব সহজেই ৬ উইকেট এবং ১১বল ডেলিভারি বাকি থাকতেই ম্যাচ জিতে যায়।
এইভাবে চেন্নাই সুপার কিংস এর কাছে পর্যদস্ত হওয়ায় আরসিবি কে নিয়ে নেট দুনিয়ায় ট্রোল করার জন্য বিভিন্ন মিম শেয়ার হচ্ছিল। এর মধ্যে সবথেকে নজরকাড়া টুইটটী চেন্নাই সুপার কিংস এর অফিশিয়াল একাউন্ট থেকে এসেছিল।
সিএসকে তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে “এক আরসিবি ফ্যান” এর ছবি শেয়ার করে লিখে “লাভ ইস কালার ব্লাইন্ড”। ছবিটিতে দেখা যাচ্ছে এক ভক্ত একটি ব্যানারে লিখেছেন “আমার স্ত্রী আমাকে আমার CSK জার্সি পড়তে দেয়নি। (My wife did not allow me to wear my CSK jersey)” আইপিএল এর ভক্তরা নেট দুনিয়ায় ছবিটি নিয়ে মেতে উঠেছেন।
Love is colour blind ❤️💛#RCBvCSK #WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/C7oMPEJjfI
— Chennai Super Kings (@ChennaiIPL) September 25, 2021
প্রসঙ্গত আইপিএল সমর্থকদের মধ্যে এই ধরণের পাগলামির প্রবণতা প্রতিবারেই দেখা যায়। গ্যালারি থেকে প্লেয়ারদের উদেশ্য করে তো কখনো নিজের প্রিয়জনকে উদেশ্য করে বিশেষ বার্তা দিতে দেখা যায় মাঝে মধ্যেই। গতবছর এক জন ম্যাচ চলাকালীন নিজের প্রেমিকাকে প্রপোজ করে বসে। যেটা লাইভ ক্যামেরায় দেখানো হচ্ছিলো। মুহূর্তের মধ্যেই সেই কাপল ভাইরাল হয়ে পড়েছিল।