মিশন চণ্ডীগড়, রনজিতে তৃতীয় জয়ের লক্ষ্যে বাংলা

রাজকুমার মণ্ডল ; টানা দুই ম্যাচে জয়। অনুশীলনে খামতি নেই মনোজ-‌অভিমন্যূ ব্রিগেডের। নিভৃতবাসের পর্ব কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে আগ্রহী ক্রিকেটাররা। বায়ো বাবল বা জৈব সুরক্ষার বাতাবরন এখনও পুরোপুরি কাটেনি। কটকে রনজি অনুশীলনে নেমে পড়লেন মনোজরা। ১৭ ফেব্রুয়ারি বরোদার বিরুদ্ধে প্রথম ম্যাচ বাংলার জয়। এলিট গ্রুপ বি-তে থাকা অভিমন্যু ঈশ্বরণরা জিতেছেন হায়দরাবাদ ম্যাচও। এবার সামনে চণ্ডীগড়। অনুশীলনে নেমে পড়ল বাংলা দল। কটকে রনজির পরপর তিন ম্যাচ খেলার জন্য গিয়েছেন মনোজ তিওয়ারিরা।

দীর্ঘ বিলম্বের পর অবশেষে এ মরশুমের রনজি ট্রফি প্রতিযোগিতা ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে। করোনার প্রকোপ কমাতেই প্রথমে পিছিয়ে দিলেও ফের একবার ভারতের প্রধান ঘরোয়া লাল বলের টুর্নামেন্ট খেলা হচ্ছে। তবে খেলা শুরু হলেও, করোনার বিষয়ে ভীষণ সতর্ক বিসিসিআই। বাংলা দলে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে ফেরা রবি কুমার। রয়েছেন রিজার্ভ দলে থাকা অভিষেক পোড়েল। মনোজ, অভিমন্যু, অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়দের সঙ্গে রয়েছেন ঈশান পোড়েল, কাজী জুনেইদ সইফিরা। সকলেই তাদের সেরাটা জাহির করতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন। গত বারের রানার্স আপ বাংলা দল এই মরসুমে সবকটি ম্যাচ জেতার জন্যই চেষ্টায় রত থাকবে। সম্প্রতি সাদা বলের ক্রিকেটে ট্রফি জিততে পারেনি বাংলা। লাল বলের ক্রিকেটে জয়ের জন্য মুখিয়ে রয়েছেন অভিমন্যুরা। বুধবার ফের অনুশীলনের সুযোগ পাবে দল। বৃহস্পতিবার থেকে শুরু প্রথম ম্যাচ। তবে দলের হেডস্যর অরুনলাল বেশ সতর্ক।

‌আরো পড়ুন : শুধুই কোপ নয় ফুটবলে, যুদ্ধ আবহে আর কোন কোন খেলায় খাঁড়া নামল রাশিয়ার উপরে

বিসিসিআই এর বিধিনিষেধ অনুযায়ী করোনাকালে সকল রনজি দলের সঙ্গেই দুই বাড়তি ক্রিকেটার মজুত থাকছেন। রনজি শুরুর আগের দিনই বিসিসিআইয়ের তরফে টুর্নামেন্টে অংশ নেওয়া ৩৮ দলকেই জানিয়ে হয়েছে এই রিজার্ভ ক্রিকেটাররা অনুশীলন করলেও, তারা ম্যাচের দিন আসতে পারবেনা। ২০ জন ক্রিকেটার এবং ১০ জন সাপোর্ট স্টাফ বাদে, বাড়তি কোনো ব্যক্তিই ম্যাচের দিন সাজঘরে থাকতে পারবেন না। কোভিড রিজার্ভদের ম্যাচের দিন করোনারবিধি মেনে হোটেলেই থাকার জন্য নির্দেশ দিয়েছে বিসিআই। ‘প্রতিটি দল দুইজন করে ক্রিকেটারকে কোভিড রিজার্ভ হিসাবে দলে রাখতে পারে, তারা অনুশীলনও করতে পারে। তবে ম্যাচের দিন তাদের সকলকেই করোনার সমস্ত বিধিনিষেধ মেনে টিম হোটেলেই থাকতে হবে।’ উক্ত ই-মেল মারফৎ রঞ্জিতে অংশ নেওয়া সকল বোর্ডকে আগেভাগেই জানিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।




Leave a Reply

Back to top button