বদলে গেল বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের সূচি, তারিখ বদল আর ৯ ম্যাচের

নবরাত্রির প্রথম দিন। তাই নিরাপত্তার খাতিরে দিন বদলের আর্জি জানিয়েছিল গুজরাত ক্রিকেট সংস্থা।

জল্পনা চলছিল। সেটাই সত্যি হল। বদলে গেল বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি। বুধবার বিকেলে এক বিবৃতিতে এই খবর জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। ১৫ অক্টোবরের পরিবর্তে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোহিত শর্মা-বাবর আজমদের দ্বৈরথ হবে ১৪ অক্টোবর। তবে শুধু ভারত-পাকিস্তান নয়, মোট ৯টি ম্যাচের সূচি বদল করেছে আইসিসি।

আইসিসি ভারত-পাক ম্যাচ যেদিন রেখেছিল সেদিন ছিল নবরাত্রির প্রথম দিন। গুজরাতে ধুমধাম করে পালিত হয় নবরাত্রি। তাই গুজরাত ক্রিকেট বোর্ড আইসিসিকে ম্যাচের সূচি বদলের আনুরোধ জানিয়েছিল। সেই অনুযায়ী দিন বদল করল আইসিসি। তবে এমন ঘটনা নজিরবাহিনী। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে সূচি বদলের এমন উদাহরণ আগে কোনদিন দেখা যায়নি।

India,Pakistan,ICC,World Cup,CAB

আইসিসি-র ঘোষণার পর স্বস্তিতে সিএবি-ও। কারণ কালীপুজোর দিন অর্থাৎ ১২ নভেম্বর ইডেন গার্ডেন্সে পড়েছিল পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ। এই নিয়ে তৈরি হয় জটিলতা। কালীপুজোর দিন ম্যাচের নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব নয় বলে জানিয়ে দেয় কলকাতা পুলিশ। তাই ম্যাচের সূচি বদলের আর্জি জানিয়েছিল সিএবি। বুধবার সেই ম্যাচের সূচিও পাল্টে দিয়েছে আইসিসি। ১২ নভেম্বরের বদলে ইডেনে পাকিস্তান ইংল্যান্ড ম্যাচ হবে ১১ নভেম্বর।

কোন কোন ম্যাচের সূচিতে বদল হল দেখে নেওয়া যাক:

ইংল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচ হবে ১০ অক্টোবর, সকাল সাড়ে ১০টায়।

পাকিস্তান বনাম শ্রীলঙ্কা হবে ১০ অক্টোবর দুপুর ২টোয়।

অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ হবে ১২ অক্টোবর দুপুর ২টোয়।

নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচ হবে ১৩ অক্টোবর দুপুর ২টোয়।

ভারত বনাম পাকিস্তান ম্যাচ হবে ১৪ অক্টোবর দুপুর ২টোয়।

ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচ হবে ১৫ অক্টোবর দুপুর ২টোয়।

অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ম্যাচ হবে ১১ নভেম্বর সকাল সাড়ে ১০টায়।

ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ হবে ১১ নভেম্বর দুপুর ২টোয়।

ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচ হবে ১২ নভেম্বর দুপুর ২টোয়।

তবে ম্যাচের তারিখ বদলের জেরে বহু ক্রিকেট ভক্ত বিপাকে পড়তে চলেছেন। কারণ ইতিমধ্যেই ম্যাচ দেখতে আসবেন বলে ট্রেন, বিমানের টিকিট কেটে ফেলেছেন অনেকেই। আমেদাবাদে হোটেলের ভাড়াও একধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। পাকিস্তান থেকেও অনেকে আসবেন। ফলে তাঁদের যে অতিরিক্ত গ্যাঁটের কড়ি খসাতে হবে, বলাইবাহুল্য।




Leave a Reply

Back to top button