আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হতে পারে রিঙ্কুর, তিন পেসার কারা? দেখে নিন প্রথম একাদশ
ওয়েস্ট ইন্ডিজে খেলা বেশিরভাগ ক্রিকেটারই বিশ্রামে। সামনে এশিয়া কাপ। তারপরই বিশ্বকাপ। বড় মঞ্চে নামার আগে ক্রিকেটারদের বিশ্রাম দেওয়াই উদ্দেশ্য।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ। এবার আয়ারল্যান্ড। আজ শুক্রবার, ডাবলিনের ভিলেজ গ্রাউন্ডের প্রথম টি টোয়েন্টি ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। তবে সব নজর থাকবে একজনের দিকেই, তিনি যশপ্রীত বুমরা। ১১ মাস পর চোট সারিয়ে দলে প্রত্যাবর্তন করেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে তাঁর অগ্নিপরীক্ষা।
ওয়েস্ট ইন্ডিজে খেলা বেশিরভাগ ক্রিকেটারই বিশ্রামে। সামনে এশিয়া কাপ। তারপরই বিশ্বকাপ। বড় মঞ্চে নামার আগে ক্রিকেটারদের বিশ্রাম দেওয়াই উদ্দেশ্য। অপেক্ষাকৃত তরুণ দল নামবে আইরিশদের বিরুদ্ধে। নেতৃত্বে দেবেন বুমরাহ। টিমে ২০২৩-এর আইপিএলে একঝাঁক সফল ক্রিকেটার।
কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে সফল ব্যাটসম্যান রিঙ্কুর অভিষেক হতে পারে আইরিশদের বিপক্ষে। পাঁচ নম্বরে তাঁকে নামানোর পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্ট। ফিনিশারের ভূমিকায় তিনি কতটা কার্যকর হয়ে উঠতে পারেন, সেটা দেখে নেওয়াই উদ্দেশ্য।
ওপেন করবেন ঋতুরাজ গায়কোয়াড় এবং যশশ্বী জয়সওয়াল। ওয়েস্ট ইন্ডিজে দাপটের সঙ্গে ব্যাট করেছেন যশশ্বী। স্ট্রাইক রেট ১৫৭.৮৯। তিনটি টি টোয়েন্টি খেলে একটা হাঁফ সেঞ্চুরিও করেছেন। একটা সেঞ্চুরি ফস্কেছে অল্পের জন্য। অন্যদিকে সিএসকে তারকা গায়কোয়াড় খেলেছেন ৯টি টি টোয়েন্টি ম্যাচ। রান মাত্র ১৩৫।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খুব একটা সুবিধা করতে পারেননি সঞ্জু স্যামসন। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম একাদশে তিনি থাকছেন। সম্ভবত তিন নম্বরে ব্যাট করতে পারেন। অন্যদিকে ধামাকাদার অভিষেক হয়েছে তিলক বর্মার। ডেবিউ ম্যাচেই হাঁফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। তিলককে চারে নামানোর কথা ভেবে রেখেছে টিম ম্যানেজমেন্ট।
ছয়ে নামতে পারেন শিবম দুবে। স্পিন অল রাউন্ডার হিসেবে ওয়াশিংটন সুন্দর এবং শাহবাজ আহমেদের মধ্যে ৭ নম্বর জায়গা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা। পেস বোলারদের মধ্যে জাসপ্রীত বুমরাহ, মুকেশ কুমার, আবেশ খান, আর্শদীপ সিং এবং প্রসিধ কৃষ্ণের মধ্যে যে কোনও তিন জনকে বেছে নেওয়া হবে। বুমরাহ তো থাকছেনই। অন্য দুজনের মধ্যে কার ভাগ্যে শিকে ছেঁড়ে সেটাই এখন দেখার। তবে সবাইকেই অদলবদল করে সুযোগ দিতে চায় টিম ম্যানেজমেন্ট।