রোহিতের তিন শক্তি সেলে বিদ্ধ শ্রীলঙ্কা, অধিনায়ত্বের প্রথম সিরিজেই হোয়াইটায়াশ

রাজকুমার মণ্ডল, কলকাতা : টেস্ট অধিনায়ক রোহিত শর্মার প্রথম সিরিজ জয়। তাও আবার শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে। অসাধারন পারফরমেন্স করে টিম ইন্ডিয়া ( Rohit Sharma ) । রোহিত শর্মার ব্রিগেড বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে উড়িয়ে দেয় অনায়াসে। গোলাপী বলের টেস্টেও তিন দিনেরও কম সময়ের মধ্যেই সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ ২৩৮ রানে জিতে নেয় ভারত। ম্যাচের সেরা হন শ্রেয়াস আইয়ার। সিরিজ সেরা ঋষভ পন্থ। সিরিজের প্রথম টেস্ট ম্যাচেও ভারত জিতেছিল নির্ধারিত দিনের আগে। বিরাট কোহলির মোহালিতে ১০০ তম টেস্টে ইনিংস এবং ২২২ রানে জেতে টিম ইন্ডিয়া। রবীন্দ্র জাদেজার অলরাউন্ড পারফরমেন্সে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারত জয় ছিনিয়ে নেয়। টেস্ট অধিনায়ক হিসাবে রোহিত শর্মার প্রথম সিরিজে ভারত-শ্রীলঙ্কা সিরিজে বিপক্ষকে তিন শক্তিসেলে হোয়াইটওয়াশ ( Rohit Sharma ) করার নেপথ্যে রোহিত অ্যান্ড কোম্পানি
জসপ্রিত বুমরাহ অত্যন্ত পরিণত : ২০১৮ সালে টেস্ট অভিষেক হওয়ার পর থেকে, জসপ্রিত বুমরাহ প্রায় অবিলম্বে নিজেকে বিশ্ব ক্রিকেটের সেরা ফাস্ট-বোলারদের একজন হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। তবে ঘরের মাঠে টেস্ট ম্যাচে নিজেকে পরিণত করতে তিন বছরের বেশি সময় লেগেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের আগে, বুমরাহ ঘরের মাঠে মাত্র দুটি টেস্ট ম্যাচ খেলেছিলেন। প্রথম টেস্টে দুই উইকেট নেওয়ার পর, বুমরাহ বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে দীর্ঘতম ফর্ম্যাটে ( Rohit Sharma ) ঘরের মাটিতে তার প্রথম পাঁচ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে বুমরার তিনটি স্ক্যাল্প জানান দেয় ভারতীয় পিচে লাল বলও ভয়ঙ্কর হতে পারে।
শ্রেয়াস আইয়ার সামঞ্জস্যপূর্ণ ক্রিকেটার : ২০২১ এ দীর্ঘ চোটজনিত সমস্যা আর দল থেকে ছাঁটাইয়ের পর কামব্যাক করেন নিজের দক্ষতা দেখিয়ে। শ্রেয়াস আইয়ার একজন ক্রিকেটার হিসাবে শক্তিমান রূপে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত অভিষেক সিরিজের পর আইয়ার বেঙ্গালুরু টেস্টে দুটি হাফ সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটে দক্ষতার পরিচয় দিতে মরিয়া। গোলাপী বলের টেস্টে ম্যাচের সেরা ও শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সিরিজ সেরার পুরস্কার প্রাপক শ্রেয়াস আইয়ার একটি হাফ সেঞ্চুরিও করেন।
আরো পড়ুন ম্যাচ চলাকালীন ২০ রাউন্ড গুলি, মৃত্যু জাতীয় কবাডি খেলোয়াড়ের
ঋষভ পন্থ ভারতের মোস্ট ভ্যালুয়েবেল প্লেয়ার : ঋষভ পন্থ নিজেকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা টেস্ট ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে চলেছেন প্রতিনিয়ত। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে সিরিজ সেরার পুরস্কার অন্যতম উদাহরণ। মোহালিতে ৯৭ বলে ৯৬ রান ও বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৮ বলে ৫০ রান করে টেস্ট ক্রিকেটে ( Rohit Sharma ) ভারতীয়দের মধ্যে থাকা কপিল দেবের দ্রুততম পঞ্চাশ রানের রেকর্ড ভেঙে দেন। ঋষভ পন্থ প্রথম ইনিংসে দ্রুততম ২৬ বলে ৩৯ রানও করেন। দীর্ঘতম ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার জন্য ধারাবাহিকভাবে রান করে চলেছেন। উইকেট-রক্ষক ব্যাটার ঋষভ পন্থের বিস্ফোরক ব্যাটিংএ টিম ইন্ডিয়ার অন্যতম ভরসা।