ফিফার ‘নির্বাসন’ ক্ষেপনাস্ত্রে পর্যুদস্ত রাশিয়া ফুটবল

রাজকুমার মণ্ডল : প্রত্যাশামতই আন্তজার্তিক ফুটবল থেকে নির্বাসিত হল রাশিয়া। রাশিয়াকে ফুটবল জগৎ থেকে বিচ্ছিন্ন করে দিল ফিফা ( FIFA ) এবং উয়েফা। চলতি বছরে কাতার বিশ্বকাপে ( FIFA ) অংশগ্রহনের কোনো সুযোগ থাকল না রাশিয়ার। পুরোপুরিভাবে আন্তজার্তিক ফুটবল থেকে নির্বাসিত রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ পুরোপুরি প্রভাব ফেলেছে খেলাধুলার উপর বলে কারন দেখিয়েছে বিশ্ব ফুটবল ও ইউরোপীয় ফুটবল সংস্থা। ফিফা এবং উয়েফা যৌথ বিবৃতির মাধ্যমে সিদ্ধান্তে উপনীত, ‘রাশিয়ার কোনও জাতীয় ক্লাব দল ফিফা ও উয়েফার যে কোনও প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ থেকে বঞ্চিত থাকবে। পরবর্তী বি়জ্ঞপ্তি জারি না করা পর্যন্ত নির্বাসনের কঠোর সিদ্ধান্ত বলবৎ থাকবে।’ বিবৃতিতে আরও যোগ করা হয়েছে, ‘ইউক্রেনে আক্রান্তদের পাশে সবসময় থাকবে ফুটবল বিশ্ব। ফিফা এবং উয়েফার ( FIFA ) প্রেসিডেন্টই ইউক্রেনের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়ে আশাবাদী। রাশিয়ার সামরিক আগ্রাসনের বিপক্ষে বিশ্ব ফুটবল। ফুটবলের মাধ্যমে শান্তি এবং ঐক্য ফিরে আসার আশায় খেলাধুলা জগত আশান্বিত।
প্রসঙ্গত ২৪ মার্চ পোলান্ডের সঙ্গে রাশিয়ার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্লে-অফ ম্যাচ হওয়ার পর সুইডেন অথবা চেক রিপাবলিকের বিরুদ্ধে খেলার সম্ভাবনা ছিল রাশিয়ার। ফিফার তরফে জানানো হয়, পুতিনের দেশ কোনো আন্তর্জাতিক ফুটবল খেলতে পারবে না ‘রাশিয়া’ নামে। খেলতে হবে ‘ফুটবল ইউনিয়ন অব রাশিয়া’ নামে। পুরোপুরি ১৮০ ডিগ্রি বেঁকে বসে পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সেজারে কুলেজা ফিফার সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করে জানান রাশিয়ার সঙ্গে কোনো ম্যাচ না খেলার কথা। অবশেষে বিষয়টা বাতিলের পর্যায়ে বলেই জানানো হয় বিশ্ব ফুটবলের ( FIFA & UEFA ) নিয়ামক সংস্থা ফিফার তরফে। এদিকে ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফার তরফেও জানানো হয়, ইউরোপা লিগে রাশিয়ার কোনোও ক্লাব অংশগ্রহন করতে পারবে না। এমনকি জুলাইয়ে ইউরোর মূল পর্বে অর্থাৎ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে নির্বাসিত রাশিয়ার মহিলা ফুটবল দলও।
আরও পড়ুন…মহিলা বিশ্বকাপে সালমা খাতুনদের বাংলাদেশকে হারাল ইংল্যান্ড
ফিফা ও উয়েফার ( FIFA ) যৌথ সিদ্ধান্তের যাঁতাকলে আটকে গেল রাশিয়ার ফুটবল, পরবর্তী সিদ্ধান্তের নির্দেশ দেওয়া পর্যন্ত রাশিয়া জাতীয় দল কিংবা ক্লাব ফিফা ও উয়েফার সবরকম প্রতিযোগিতায় নিষিদ্ধ থাকবে। এমনিতেই ইউরোপীয় দেশগুলো প্রচন্ডভাবে ক্ষিপ্ত রাশিয়ার উপর। অকস্মাৎ ইউক্রেনে আক্রমণের পর থেকেই রাশিয়া বিপক্ষে সমস্থ দেশ। একপ্রকার কড়া শাস্তি প্রদানের উদ্দ্যেশে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হল বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফা। আপাতত ফুটবল পুরোপুরি সংহত এখন, ইউক্রেনে ক্ষতিগ্রস্তদের পাশেই রয়েছে বিশ্ব ফুটবল। ফিফা ও উয়েফা দুই প্রেসিডেন্টের আশা, দ্রুত পরিস্থিতির উন্নয়ন ঘটবে এবং ফুটবল পুনরায় ঐক্য ও সংহতির বার্তা বয়ে নিয়ে আসবে।