ওয়াংখেড়ে স্টেডিয়ামে উন্মোচিত হবে শচীন তেন্ডুলকরের মূর্তি
আইসিসি বিশ্বকাপ ২০২৩এর ভারত বনাম শ্রীলংকা ম্যাচের আগে উন্মোচিত হবে শচীন তেন্ডুলকরের মূর্তি।

কলকাতা: গ্লেন ম্যাকগ্রা হোক কি ওয়াসিম আক্রম, ৯০ দশকের সব বোলারদেরই আতঙ্ক ছিলেন লিটল মাস্টার, অর্থাৎ শচীন তেন্ডুলকর। ক্রিকেটের ময়দানে আড়াই দশক রাজত্ব করেছেন লিটিল মাস্টার। এই আড়াই দশকে উনি টেস্ট ও একদিনের ক্রিকেট মিলিয়ে নিজের ঝুলিতে তুলেছিলেন ৩০ হাজারের বেশি রান। একটা সময় ছিল যখন শচীন নামলেই ধরে নেওয়া হতো ম্যাচ যাবে টিম ইন্ডিয়ার পক্ষে। এছাড়াও তিনি মাঝেমধ্যেই বল হাতে জাদু দেখাতেন। এমনকি তিনি দুবার পাঁচ উইকেটও নেন। এবার ক্রিকেটের ভগবানকে সম্মান জানাতে চলেছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)। আইসিসি বিশ্বকাপ ২০২৩এর ভারত বনাম শ্রীলংকা ম্যাচের আগে উন্মোচিত হবে শচীন তেন্ডুলকরের মূর্তি। এবং সেটি আর কোথাও নয়, উন্মোচিত হবে স্বয়ং শচীন গড়ে, অর্থাৎ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। বলে রাখা ভালো, এই ওয়াংখেড়ে স্টেডিয়ামকে ক্রিকেটের অন্যতম পাঠশালাও বলে ক্রিকেট মহল।
মুম্বই ক্রিকেট সংস্থার অ্যাসোসিয়েশনের প্রধান অমল কালে এই সম্বন্ধে জানান, “ভারত বনাম শ্রীলংকা ম্যাচের আগের দিন এই মূর্তিটি উন্মোচন করা হবে। ক্রিকেট জগতে শচীন কি, আর তাঁর অবদান কতটা, সেটাকেই সম্মান জানিয়ে এই ব্যবস্থা করা হয়েছে আমাদের তরফ থেকে। এই বছর শচীন পঞ্চাশ হয়েছেন এবং সেই কারণেই এই উদ্যোগ।”
তিনি আরো জানান, “মূর্তি উন্মোচনের দিন শচীন নিজেই উপস্থিত থাকবেন এখানে। শুধু শচীন নন, ওনার সঙ্গে উপস্থিত থাকবেন টিম ইন্ডিয়ার সদস্যরাও। ওয়াংখেড়ের সচিন তেন্ডুলকর স্ট্যান্ডের পাশেই এই মূর্তিটি থাকবে।”
উল্লেখ্য, ২০১১ সালে এই স্টেডিয়ামে লিটল মাস্টার নিজের জীবনের শেষ বিশ্বকাপের শেষ ম্যাচটি খেলেন। সেই সময়ও ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলংকা। তবে সেই ম্যাচে শচীন বড় রানের ইনিংস খেলতে পারেননি। তিনি প্যাভিলিয়নের ফিরে গিয়েছিলেন ১৮ রানে। শেষ অবধি, প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি যুবরাজ সিংহের সাথে ম্যাচটি শেষ করে ইন্ডিয়াকে বিশ্বকাপ জেতায়। অর্থাৎ, নিজের শেষ বিশ্বকাপে ট্রফি জিতেছিলেন শচীন।