নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার আগেই দেশে ফিরলেন শাকিব

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর মুম্বাই থেকে কলকাতায় আসে বাংলাদেশ ক্রিকেট টিম। কিন্তু দলের সঙ্গে ছিলেন না অধিনায়ক শাকিব।

কলকাতা: এমনিতেই বিশ্বকাপ ২০২৩ ভালো যাচ্ছে না বাংলাদেশের জন্য। তারই মধ্যে একটি দুঃসংবাদ এলো বাংলাদেশ ক্রিকেট ফ্যানেদের জন্য। দেশে ফিরে যাচ্ছেন দলের তারকা অলরাউন্ডার অধিনায়ক শাকিব আল হাসান। জানা গিয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর মুম্বাই থেকে কলকাতায় আসে বাংলাদেশ ক্রিকেট টিম। কিন্তু দলের সঙ্গে ছিলেন না অধিনায়ক শাকিব। তারপরই এই খবর চাউর হয়ে যায় যে তাঁকে কিছু কারণের জন্য দেশে ফিরতে হবে।

জানা গিয়েছে, এই বিশ্বকাপ একেবারেই অবস্থা ভালো যাচ্ছে না শাকিব আল হাসান বাহিনীর। এমনকি শাকিবের ব্যক্তিগত পারফরম্যান্সেও প্রশংসার যোগ্য নয়। এই বিশ্বকাপে চারটি ম্যাচ খেলে তিনি করেছেন মাত্র ৫৬ রান। এখনও অবধি এই প্রতিযোগিতায় তাঁর সেরা ৪০, নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ঢাকায় ফিরে, তিনি বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা ও ক্রিকেট কোচ নাজমূল আবেদীনের সঙ্গে অনুশীলনে নেমে পড়েন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে। তিন ঘন্টা নেট প্র্যাকটিসের পর তিনি বিকেলের দিকে বেরিয়ে আসেন সেখান থেকে। শনিবার ডাচ বাহিনীদের বিরুদ্ধে নামার আগে নিজেকে ছন্দে ফেরাতে ও আত্মবিশ্বাসী করতে চান শাকিব। তাই তিনি দুদিনের জন্য নিজের দেশে ফিরে গেছেন।

Bangladesh,Netherlands,ICC,Cricket

তবে বাংলাদেশ দল সহ বাংলাদেশ ক্রিকেট ফ্যানেদের স্বস্তির ব্যাপার এটাই যে শনিবারের ম্যাচে তারকা ব্যাটারকে ময়দানে খেলতে দেখা যাবে। জানা গিয়েছে শুক্রবারে কলকাতা ফিরে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। উল্লেখ্য, বিশ্বকাপ ২০২৩এর পয়েন্টস টেবিলে বাংলাদেশের অবস্থা একেবারেই ভালো নয়। পাঁচটি ম্যাচ খেলে একটিতে জিতে অষ্টম স্থানে শাকিব আল হাসানের দল। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ জেতার পর বাকি সবকটিতে হেরেছে বাংলাদেশ। ফলে পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা প্রায় বন্ধই হয়ে গেছে বাংলাদেশের জন্য। এবার দেখার বিষয় শেষ অবধি মুখ রক্ষা করতে পারবে কিনা তাঁরা। বাকি ম্যাচগুলি জিতে কি পয়েন্টস টেবিলে একটা সম্মানজনক অবস্থায় থাকবে? কি হবে পরবর্তী ম্যাচগুলিতে দলের স্ট্রাটেজি?




Leave a Reply

Back to top button