ফের বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক সাকিব আল হাসান..

বাংলাদেশের পুরুষ একদিনের দলের দায়িত্ব নিলেন সাকিব। শুরু হতে চলা এশিয়া কাপ ও বিশ্বকাপে দায়িত্ব সামলাবেন তিনি।

শুভঙ্কর, বাংলাদেশ: আর কিছুদিন পরেই এশিয়া কাপ। একদিনের ক্রিকেট বিশ্বকাপের বাকি মাত্র দুই মাস। তার আগে একদিনের দলের অধিনায়ক নিয়ে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ। পড়শি দেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেওয়া হল দায়িত্ব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমূল হাসান এই ঘোষণা করেন। তবে এই প্রথম নয় এর আগেও একদিনের দলের দায়িত্ব সামলিয়েছেন সাকিব। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার ২০১১ সালের বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন। দুটি বিশ্বকাপের পর ফের তাকে সামনে রেখে লড়াইয়ে নামবে বাংলাদেশ।

মাশরাফি বিন মর্তুজার অবসরের পর একদিনের দলের দায়িত্ব পান তামিম ইকবাল। ইকবালের নেতৃত্বেই বাংলাদেশ দল ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের সরাসরি যোগ্যতা অর্জন করে। তবে চোট আঘাতের সমস্যা এবং ব্যক্তিগত খারাপ ফর্ম নিয়ে তার সমালোচনা হতে থাকে। ফলে তিনি অবসর ঘোষণা করেন। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে তামিম আবার দলে ফিরে আসেন। তবে অধিনায়কত্বের দায়িত্ব নিতে নারাজ হন। এমন অবস্থায় বাংলাদেশের ওডিআই দলের অধিনায়কের জায়গা খালি পড়েছিল। এইরকম জটিল পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুরু থেকেই সাকিবের কথা ভেবেছিল। কিন্তু সাকিবের সঙ্গে কথা না বলে ঘোষণা করতে চাননি তারা। সাকিবের অধিনায়ক হওয়ার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল তার বয়স। অবশেষে এই পরিস্থিতির বদল ঘটে। অধিনায়কত্বের দায়িত্ব নিতে রাজি হন এই তারকা। সাকিব রাজি না হলে লিটন দাসকে পরবর্তী অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছিল। একদিনের দলের অধিনায়ক না থাকলেও বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি এবং টেস্ট দলের দায়িত্ব পালন করছিলেন সাকিব আল হাসান দুটি বড় টুর্নামেন্টের আগে ফের তার ওপর ভরসা রাখলো তাদের বোর্ড।
Cricket,Bangladesh men cricket,Shakib Al Hasan,ODI captain
তবে আপাতত এশিয়া কাপ এবং একদিনের বিশ্বকাপের জন্য সাকিব দায়িত্বে থাকবেন। তারপরে কি হবে সেই নিয়ে ঘিরে চলার নীতি গ্রহণ করেছে বিসিবি। এখনও পর্যন্ত ৫০টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

চলতি মাসের শেষ থেকে শুরু হতে চলা এশিয়া কাপে গ্রুপ বি তে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশ ছাড়া রয়েছে শ্রীলংকা ও আফগানিস্তান। ৩১ আগস্ট শ্রীলংকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ। এখন দেখার বিষয় এটাই পুরনো অধিনায়কের নেতৃত্বে কেমন ফল করে টাইগার্সরা।

 




Leave a Reply

Back to top button