বাংলাদেশ ম্যাচে বিরাট রেকর্ড করার সুযোগ শুভমানের

আজকের ম্যাচে মাত্র ৬৭ রান করতে হবে তাঁকে। আর সেটা করলেই একদিনের ক্রিকেটে দ্রুততম ২০০০ রানে পৌঁছাবেন টিম ইন্ডিয়ার এই তরুণ ক্রিকেটার।

মহারাষ্ট্র: আর ঘন্টাখানেক বাদেই শুরু হবে ভারত বনাম বাংলাদেশ বিশ্বকাপ ২০২৩এর ম্যাচ। ম্যাচ ঘিরে পরিকল্পনা করছে দুই শিবির। তবে এই ম্যাচে একটি রেকর্ডের করার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার ওপেনার শুভমান গিলের। কি সেই রেকর্ড? আজকের ম্যাচে মাত্র ৬৭ রান করতে হবে তাঁকে। আর সেটা করলেই একদিনের ক্রিকেটে দ্রুততম ২০০০ রানে পৌঁছাবেন টিম ইন্ডিয়ার এই তরুণ ক্রিকেটার। এবং পাশাপাশি ভাঙবেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকা তারকা হাসিম আমলার রেকর্ড। বলে রাখা ভালো, হাশিম আমলা ৪০টি একদিনের ম্যাচ খেলে এই রেকর্ডটি করেছিলেন। আর সেই রেকর্ড ভাঙ্গার এক দারুণ সুযোগ রয়েছে শুভমান গিলের কাছে।

প্রসঙ্গত, বিশ্বকাপ ২০২৩এর প্রথম দুটি ম্যাচ গিল খেলতে পারেননি ডেঙ্গু আক্রান্ত ছিলেন বলে। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে তিনি ভারতীয় শিবিরে ফেরেন। ব্যাট হাতে দ্রুত রান করলেও সেরম প্রভাব ফেলতে পারেননি। তিনি ১৬ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে নিজের উইকেটটি হারিয়েছিলেন। যদিও তাঁর বাউন্ডারি মারার শটগুলির টাইমিং ছিল দুর্দান্ত। তবে এর আগে ৩৬টি একদিনের ম্যাচ খেলে ১৯৩৩ রান করেছেন গিল। এর মধ্যে রয়েছে ৭টি শতরান এবং ৯টি অর্ধশতরান। এখনো পর্যন্ত তাঁর সর্বোচ্চ স্কোর ২০৮। তবে শুধু একদিনের ক্রিকেটেই নয়, টি২০ ও টেস্ট ক্রিকেট, দুই ফরম্যাটেই তিনি প্রভাব ফেলতে সফল হয়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটেও তাঁর একটি শতরান আছে। এই ফরমেটে তাঁর সর্বোচ্চ স্কোর ১২৬।

India,Bangladesh,ICC,World Cup

 

উল্লেখ্য, আর কিছুক্ষণের মধ্যেই পুণেতে শুরু হবে এই বিশ্বকাপের ভারত বনাম বাংলাদেশ ম্যাচ। এর আগে ক্রিকেট বিশ্বের বৃহত্তম মঞ্চে চারবার মুখোমুখি হয়েছে দুই দেশ। যার মধ্যে ভারত জিতেছে তিনটিতে এবং বাংলাদেশ একটিতে। ২০০৭এ এই লড়াই বাংলাদেশ শুরু করেছিল অঘটন দিয়ে। পরে যদিও ২০১১, ২০১৫ ও ২০১৯এর বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে সেই বদলা নেয় টিম ইন্ডিয়া। তবে এবার ম্যাচ যাবে কার পক্ষে, সেটা কিছুক্ষণের মধ্যেই জানা যাবে।




Leave a Reply

Back to top button