বিরাট জয়, ইডেনে আটে আট ভারতীয় দলের

নিজের জন্মদিনের শচীন টেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করলেন বিরাট কোহলি। পিছিয়ে থাকলেন না ভারতীয় বোলাররা। ক্রিকেটের নন্দনকাননে প্রোটিয়া ব্যাটারদের দাঁড়াতেই দিলেন না রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামিরা।

কলকাতা: কলকাতার মাটিতে প্রোটিয়া বধ ভারতের। প্রথম ইনিংসের দুর্ধর্ষ ব্যাটিংয়ের পর, ভারতীয় বোলারদের দাপটে যে দাঁড়াতেই পারলেন না দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা। আটে আট করল ভারতীয় দল।৩২৬ এর বড় লক্ষ্যমাত্রার কাছে মাত্র ৮৩ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস। এর ফলে ২৪৩ রানের বড় জয় পেয়ে সেমিফাইনালের দিকে পা বাড়িয়ে রাখল রোহিত শর্মারা। আজ ব্যাটিংয়ের শুরু থেকে ভারতীয় ব্যাটাররা দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর রাজ করতে থাকেন। ঠিক সেইভাবে বোলিংয়ের শুরুতেই উইকেট নিতে থাকেন বোলাররা।

আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক রোহিত (Rohit Sharma)। ব্যাট করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকে রোহিত এবং শুভমান(Shubman Gill)জুটি। শুরুটা বেশ ভাল করলেও ২৪ বলে ৪০ রান করে আউট হয়ে যান রোহিত। শুভমান গিল আউট হন ২৩ রান করে। এরপরেই আফ্রিকান বোলারদের ওপর রাজত্ব শুরু করেন বিরাট কোহলি (Virat Kohli) এবং শ্রেয়াস আইয়ার(Shreyas Iyer)। ৭৭ রান করে আউট হয়ে যান আইয়ার।

India,South Africa,Kolkata,Eden Garden,ICC Cricket World Cup,Virat Kohli,Rohit Sharma

দারুন ছন্দে থাকা বিরাট কোহলি একদিনের ক্রিকেটে নিজের ৪৯তম শতরান করে অপরাজিত থাকেন। ছুঁলেন শচীন টেন্ডুলকারের (Sachin Tendulkar) রেকর্ড। এখানেই শেষ‌ নয় কুমার সাঙ্গারকারাকে পিছনে ফেলে একদিনের ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন তিনি। কোহলি। ১০১ রানের ইনিংসে তিনি মারেন দশটি চার। শেষের দিকে এসে ঝড়ো ব্যাটিং করে যান ‘জাড্ডু’(Ravindra Jadeja)। ১৫ বলে ২৯ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে একটি করে উইকেট পান এনগিডি, জ্যানসেন, রাবাডা, মহারাজ ও সামসি।

India,South Africa,Kolkata,Eden Garden,ICC Cricket World Cup,Virat Kohli,Rohit Sharma

প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ের পর নিজেদের জাদু দেখাতে থাকেন ভারতীয় বোলাররা। দক্ষিণ আফ্রিকাকে প্রথম ধাক্কা দেন সিরাজ (Mohammed Siraj) । আফ্রিকানদের ব্যাটিংয়ের এক ওভার চার বলের মাথায় ওপেনার কুইন্টন ডিককের (Quinton de Kock) উইকেট তুলে নেন তিনি। এখানেই শুরু। আর থামেনি ভারতীয় বোলাররা। একে একে ফিরে যান অধিনায়ক টিম্বা থেকে এইডেন মার্করাম, ডেভিড মিলাররা। পাঁচটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি।




Leave a Reply

Back to top button