৪১ বছরের ইতিহাসে এই প্রথম ইকুস্ট্রিয়ান থেকে সোনা জিতল ভারত
২০৯.২০৫ পয়েন্ট নিয়ে ভারত সোনা জিতেছে দলগত ড্রেসেজ ইভেন্টে

শুভঙ্কর,হানঝাউ: এশিয়ান গেমস ২০২৩-এ ভারতের দাপট অব্যাহত। সবচেয়ে বড়ো ব্যাপার এদিন ইতিহাস গড়লো ভারত। ৪১ বছরের ইতিহাসে এই প্রথম ইকুস্ট্রিয়ান থেকে সোনা জিতল ভারত। সদস্যরা হলেন হৃদয় ছেদা, দিব্যাকৃতি সিং, অনুষ আগরওয়াল্লা এবং সুদীপ্তি হ্যাজেলা। ক্রিকেট, রোয়িং, শুটিংয়ের পর এবার ইকুস্ট্রিয়ানেও নিজেদের পারদর্শিতা দেখালো ভারত। জানা গিয়েছে, ২০৯.২০৫ পয়েন্ট নিয়ে ভারত সোনা জিতেছে দলগত ড্রেসেজ ইভেন্টে। এছাড়াও আয়োজক দেশ চীন পেয়েছে রুপো ২০৪.৮৮২ পয়েন্ট নিয়ে এবং ব্রোঞ্জ পেয়েছে হংকং ও চীন ২০৪.৮৫২ পয়েন্ট নিয়ে।
প্রসঙ্গত, ইকুস্ট্রিয়ানে ১৯৮২ সালের এশিয়ান গেমসে শেষ বার পদক পেয়েছিল ভারত। সেবারের দিল্লি এশিয়ান গেমসে ৩টি সোনা জিতেছিল ভারত। এছাড়াও আজ ভারতের নেহা ঠাকুর মেয়েদের ডিঙ্গি ইলকা৪ সিলিং ইভেন্টে রূপো পদক জিতেছেন এবং ইবাদ আলী বাগার পুরুষদের উইন্ডসার্ফিং বিভাগে ব্রোঞ্জ জিতেছেন।
উল্লেখ্য, ২৩শে সেপ্টেম্বর এশিয়ান গেমসের সরকারি উদ্বোধন হয়েছে। রবিবার ছিলো এশিয়াডের প্রথম দিন এবং সেদিনই প্রথম পদক পায় ভারত। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের টিম ইভেন্টে রুপো জেতেন ভারতের রমিতা, মেহুলি ঘোষ এবং আশি চৌকসে। সেদিন সকালেই দ্বিতীয় পদকটি তুলে নেয় ভারত। রোয়িংয়ে রূপো জেতে ভারত। পুরুষদের লাইটওয়েট মেনস ডাবল স্কালস থেকে ভারতের হয়ে রূপো জেতেন অর্জুন জাট লাল এবং অরবিন্দ সিং। সেদিনই ক্রিকেটে একটি পদক নিশ্চিত করে ফেলে ভারতীয় দল। মহিলাদের ক্রিকেটে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে যান স্মৃতি মন্ধানারা। সেদিন বাংলাদেশকে মাত্র ৫১ রানে অল-আউট করে দেন ভারতীয় বোলাররা। ৫২ রানের সেই টার্গেট ভারত পূরণ করে ফেলে মাত্র ৮.২ ওভারেই। ভারতের ঝুলিতে এই মুহূর্তে পদক ১৪টি–৩টি সোনা, ৪টি রুপো এবং ৭টি ব্রোঞ্জ। এই মুহূর্তে আপাতত একটি ভালো এবং সুবিধাজনক জায়গায় রয়েছে ভারত। এবারে বহু বিভাগেই ভারতের পারফর্মেন্সে আসার আলো দেখছে দেশবাসী। এবারের লক্ষ্য ১০০। পারবে কি তা ভারত?