মহা ফাইনালের আগে ভারতীয় ব্যাডমিন্টন শিবিরে বড়ো ধাক্কা, নেই প্রণয়
চোটের কারণে খেলতে পারছে না প্রণয়। মহা ফাইনালের আগে এইচএস প্রণয়ের অনুপস্থিতি একটা বড় চাপের মধ্যে রাখবে ভারতকে। কারণ তার মধ্যে ছিল এক আলাদা রকমের অভিজ্ঞতা।

শুভঙ্কর, হানঝাউ: চলতি এশিয়ান গেমস ২০২৩-এ ইতিহাস গড়ার আগেই ধাক্কা খেলো ভারত। আজ মহা ফাইনালে চীনকে হারাতে পারলেই ছেলেদের ব্যাডমিন্টন থেকে এই প্রথমবার আসবে সোনা। কিন্ত তার আগেই চোটের কারণে ছিটকে গেলেন ভারতীয় দলের অন্যতম সেরা শাটলার এইচএস প্রণয়।
জানা গিয়েছে, ফাইনালের কয়েক ঘণ্টা আগে টিমের তালিকায় নাম নেই তাঁর। চোটের কারণেই এমন হাল। তবে এখানেই শেষ নয়। দ্বিতীয় ডাবলসের টিম থেকে বাদ পড়েছেন অর্জুন। সুতরাং ধ্রুব কপিলের সঙ্গে কে খেলবেন, সেই নিয়েও চিন্তা ভারত শিবিরে। যদিও, কৃষ্ণ ও সাই প্রতীক, দু’জনেরই নাম জমা পড়েছে। স্বাভাবিকভাবেই, এঁদের কেউ একজন খেলবেন ধ্রুবের সঙ্গে। সব মিলিয়ে ফাইনালের আগে একটা বড়ো চাপের মধ্যে ভারতীয় শিবির। তবে এত চাপের মাঝেও একটি স্বস্তির বিষয় সেটি হলো ফাইনালে এইচএস প্রনয়ের বদলে দলে এসেছেন মঞ্জুনাথ মিথুন। অবশেষে পাওয়া গেল এক সাবস্টিটিউট। প্রসঙ্গত, আজ মহা ফাইনালে চীনকে হারাতে পারলেই ছেলেদের ব্যাডমিন্টন থেকে এই প্রথমবার আসবে সোনা। ইতিমধ্যে, কোরিয়ানদের হারিয়ে ইতিহাস তৈরি করে ফেলেছেন লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্তরা। তালিকা অনুযায়ী চীনের বিরুদ্ধে প্রথম সিঙ্গেলস খেলবে লক্ষ্য এবং দ্বিতীয় সিঙ্গলসে খেলবেন কিদাম্বি শ্রীকান্ত। ডাবলসে খেলবে চিরাগ-সাইরাজ।
উল্লেখ্য, এশিয়ান গেমসের শুরু থেকেই ভালো পজিশনে রয়েছে ভারত। ইতিমধ্যেই বহু খেলায় পদক নিয়ে দেশের মুখ উজ্জ্বল করেছে তরুণ ও তরুণীরা। তবে মহা ফাইনালের আগে এইচএস প্রণয়ের অনুপস্থিতি একটা বড় চাপের মধ্যে রাখবে ভারতকে কারণ তার মধ্যে ছিল এক আলাদা রকমের অভিজ্ঞতা যা বড় মঞ্চে অত্যন্ত প্রয়োজনীয়। এবার দেখার বিষয় বিগ ফাইনালে কার পাল্লা অবশেষে ভারী হবে – ভারত না চীন? গোটা দেশবাসীর নজর থাকবে ভারতের শাটলারদের উপর। শেষ পর্যন্ত কি তারা পারবে দেশকে সোনা দিতে? দেশ কি পাবে সেই উপহার? এই মুহূর্তে এটা ঘিরেই চলছে এক চাপা উত্তেজনা। তবে সবকিছু বোঝা যাবে আজকে দুপুরেই, আর কিছুক্ষণের মধ্যে।