Cricket Fans – পছন্দের ক্রিকেটারদের সম্মান জানাতে নগ্ন হয়ে মাঠে, রইল ভাইরাল হওয়া ছবির অ্যালবাম
আমরা কম-বেশি সকলেই জানি ক্রিকেটকে “জেন্টলম্যানস গেম” (Gentleman’s Game) বলা হয়ে থাকে। কিন্ত ক্রিকেট মাঠে প্রায়শই কিছু লজ্জাজনক ঘটনা ঘটতে দেখা যায়। এই নিন্দাজনক ঘটনা গুলোর মধ্যে অন্যতম হলো কিছু দর্শকের উলঙ্গ (Naked Audience) হয়ে খেলার মাঠে প্রবেশ। ক্রিকেটের মাঠে এরকম প্রায়ই দেখা যায় কখনো পুরুষ বা কখনো আবার কোনো নারী ভক্ত উলঙ্গভাবে মাঠের মধ্যে নেমে আসেন। এটি স্টেডিয়ামে (Stadium) বসে থাকা বাকি দর্শকদের কাছে হাস্যকর হলেও মূলত এটি অত্যন্ত নিন্দাজনক একটি বিষয়। ক্রিকেটের ইতিহাসে (History of Cricket)বহু উল্লেখ্য উদাহরণ আছে, যেখানে নিরাপত্তারক্ষীর (Security Guard)সাহায্য ছাড়া বিষয়টিকে নিয়ন্ত্রণে আনা অসম্ভব হয়ে যেত।
ইংল্যান্ড বনাম পাকিস্তান – ১৯৯৬ :
-
দুবেলার অন্ন জোগাড়ে হিমশিম খেয়েও গান গেয়ে মন কাড়ছেন আসিমDecember 14, 2023
-
Breaking: সিকিমের ঋতুর প্রথম তুষারপাত, দেখুন ভিডিওDecember 13, 2023
১৯৯৬ সালে লর্ডসে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে টেস্ট ম্যাচ চলার সময় মাঠের মধ্যে এক উলঙ্গ মহিলা দর্শক প্রবেশ করে উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হয়, পরে অবশ্য নিরাপত্তারক্ষীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অ্যাশেজ -১৯৯৭ :
১৯৯৭ সালের অ্যাসেজে ওল্ড ট্রাফডে এক মহিলা দর্শক নিজের নাচের প্রতিভা দেখানোর জন্য উলঙ্গভাবে মাঠের ভিতর প্রবেশ করেছিলেন বলেই সূত্রের খবর। পরে নিরাপত্তীরক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মার্শাল ইলেভেন বনাম বানবারি – ২০০০ :
২০০০ সালে ইংল্যান্ডের একটি ঘরোয়া ক্রিকেট ম্যাচের সময় এক উলঙ্গ মহিলা মাঠে প্রবেশ করেন এবং ক্রিকেটার ররি বার্মনারের সঙ্গে উলঙ্গ অবস্থায় হ্যান্ডশেকও করেন।
ইংল্যান্ড বনাম পাকিস্তান – ২০০১ :
ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচে লর্ডসে এক উলঙ্গ মহিলা দর্শক মাঠে নেমে এসে দৌড়াতে শুরু করেন। দর্শক ও প্লেয়াররা তাকে দেখে অবাক হয়ে যান। পরে মহিলা নিরাপত্তারক্ষীরা এসে তাকে মাঠের বাইরে নিয়ে যায়।
অ্যাশেজ-২০০৫ :
অ্যাশেজের ২০০৫ সালের সিরিজের সময় ওভালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের খেলা চলাকালীন এক মহিলা ভক্ত উলঙ্গ অবস্থায় মাঠের মধ্যে প্রবেশ করেন। মহিলাটির গায়ে একটি নির্দিষ্ট ওয়েবসাইটের বিজ্ঞাপনও লাগানো ছিল। মহিলাটি মাঠে ঢুকে দৌড়াতে শুরু করলে সেই মুহূর্তে চাঞ্চল্যকর পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীরা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।
সিবি সিরিজ – ২০০৮ :
২০০৮ সালে অজি তারকা অ্যাডাম গিলক্রিস্টের শেষ সিবি সিরিজে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন একজন পুরুষ দর্শক উলঙ্গ অবস্থায় মাঠে প্রবেশ করে দৌড় শুরু করে। গিলক্রিস্টকে বিদায় শুভেচ্ছা জানানোর জন্যই নিজের শরীরে ‘ফেয়ারওয়েল গিল্লি’ লিখে ঐ অবস্থায় মাঠে নেমেছিলেন ঐ ব্যক্তি।
ক্রিকেটের মাঠে এরকম প্রায়ই দেখা যায়, যে উলঙ্গ দর্শকেরা কখনও নিজের কোম্পানির ব্যান্ডের বিজ্ঞাপন দিতে, কখনও বা নিজের কোনো প্রতিভাকে উন্মুক্ত করতে বা কখনো নিজের পছন্দের সেলিব্রেটির প্রতি সম্মান দেখাতে ঐভাবে মাঠে প্রবেশ করেন।