কোহলির শততম টেস্টে, বিরাট রেকর্ডের হাতছানি

রাজকুমার মণ্ডল : বিরাট  ( Virat Kohli ) প্রাপ্তির আশায় ক্রিকেট মহল। একদিকে তাঁর কেরিয়ারের শততম টেস্ট,অন্যদিকে অভিজাত তালিকায় ভারতের কিংবদন্তিদের তালিকায় যোগদান থেকে ৩৮ রান দূরে বিরাট কোহলি। প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি খেলবেন নিজের শততম টেস্ট, আর মাঠে দর্শক থাকবে না, এ দৃশ্য কখনোই কাম্য নয়। বিরাট কোহলির শততম টেস্টে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি মঞ্জুর করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার পর টেস্ট সিরিজও দখলে রাখার চেষ্টায় রোহিত ব্রিগেড। সিরিজের প্রথম টেস্ট মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের বিশেষ স্মরণীয় মূহুর্তের সাক্ষী হতে চলেছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন কারন এটা বিরাট কোহলির ( Virat Kohli ) শততম টেস্ট।

সুপারস্টার ব্যাটার বিরাট কোহলির ল্যান্ডমার্ক 100তম ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি মঞ্জুর করার মূহুর্তেই উচ্ছ্বাসিত বিরাট ফ্যানেরা। প্রথমে দর্শক না ঢোকার সিদ্ধান্ত হলেও পরে বিসিসিআই-‌এর ভোল বদলে জানানো হয় বিরাট শততম টেস্ট খেলবেন দর্শক সম্মুখেই। সারাদেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্টে আয়োজক সংস্থার থেকে ভিড়ের অনুমতি মিলেছে। তবে বর্তমানে শ্রীলঙ্কার দলের পারফরমেন্সের নিরীখে বলা যেতেই পারে,ভারতীয় বোলিংয়ের সামনে তাদের খুব বেশিক্ষণ টিকে থাকা খুব সংশয়ের। ক্রিকেট মহলের শঙ্কা, ভারত প্রথমে ব্যাটিং করার সুযোগ না পেলে বিরাট কোহলি ব্যাটিংয়ের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। মোহালি সবুজ গালিচায় শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা দুই ম্যাচের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ।

ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির ( Virat Kohli ) কেরিয়ারের শততম টেস্টে উপহার দেওয়ার কথা জানান ভারতীয় দলের সহ অধিনায়ক জসপ্রীত বুমরা। মোহালিতে শততম ম্যাচ খেলা একটা বিরাট প্রাপ্তি বলে মনে করেন ভারতীয় দলের সহ খেলোয়াড়েরা। শুক্রবার ৪ মার্চ দেশের দ্বাদশ ক্রিকেটার হিসাবে শততম টেস্ট বিরাটের মুকুটে নতুন পালক। ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে ৮000 রান পূর্ণ করা থেকে কোহলি মাত্র ৩৮ রান দূরে। ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার বিরাট এই তালিকায় নাম নথিভূক্ত করতে চলেছেন। সামনে শচীন টেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাস্কার, বীরেন্দ্র শেহবাগ এবং ভিভিএস লক্ষ্মণের মতো কিংবদন্তিরা। এমনকি কোহলি যদি ভারতের প্রথম ইনিংসে প্রয়োজনীয় ৩৮ রান করতে সক্ষম হন তবে তিনি দেশের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলায় পঞ্চম দ্রুততম ল্যান্ডমার্কে পৌঁছাতে পারবেন। পিছনে রয়েছেন শচীন টেন্ডুলকার (১৫৪ ইনিংস), রাহুল দ্রাবিড় (১৫৮ ইনিংস), বীরেন্দ্র শেবাগ (১৬০ ইনিংস) এবং সুনীল গাভাস্কার (১৬৬ ইনিংস)। কোহলি এখনও পর্যন্ত ১৬৮ ইনিংসে ব্যাট করেছেন।

আরো পড়ুন শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ,বিশ্বরেকর্ডের দোরগোড়ায় টিম ইন্ডিয়া

২০১৯ এ ইডেনে পিঙ্ক বল টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে শেষ সেঞ্চুরি করেছিলেন বিরাট। তারপর থেকে তাঁর ব্যাটে রান এলেও তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি কোহলি। মোহালিতে শততম টেস্টে সেঞ্চুরির খরা কাটবে, প্রত্যাশায় বিরাট কোহলির ভক্তরা। রোহিত শর্মার নেতৃত্বে নিজের শততম টেস্ট খেলতে নামবেন বিরাট। বিরাট নিজেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্যাট হাতে রানে ফেরার। একটা সেঞ্চুরি অনেকটা মানসিক শান্তি দিতে পারে বিরাট কোহলিকে। সেই শান্তির খোঁজেই আছেন কিং কোহলি। ৯৯ টি টেস্ট খেলে ২৭টি শতরান করে ফেলেছেন বিরাট। মোট রান ৭৯৬২। টেস্ট ক্রিকেটে বিরাটের গড় ৫০.৩৯। বিশেষ টেস্টে বিরাটকে উপহার দেওয়ার পরিকল্পনায় গোটা ভারতীয় দল। প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে আরও একটা জয় উপহার দিতে উন্মুখ ভারতীয় দল।




Leave a Reply

Back to top button