মাঠেই নেপালি গানের তালে উদ্দাম নাচ বিরাটের! ভাইরাল ভিডিও
স্টেডিয়ামে বাজছে ‘কুটু মা কুটু সুপারি দানা…’। নেপালের জনপ্রিয় গান। আর মাঠে নাচছেন বিরাট কোহলি। এশিয়া কাপে ভারত-নেপাল ম্যাচে এমনই দৃশ্যের সাক্ষী থাকলেন দর্শকরা।

স্টেডিয়ামে বাজছে ‘কুটু মা কুটু সুপারি দানা…’। নেপালের জনপ্রিয় গান। আর মাঠে নাচছেন বিরাট কোহলি। এশিয়া কাপে ভারত-নেপাল ম্যাচে এমনই দৃশ্যের সাক্ষী থাকলেন দর্শকরা। কিং কোহলি ধরা দিলেন অন্য মেজাজে।
নেপালের বিরুদ্ধে ম্যাচে ভারতের ফিল্ডিং নিয়ে প্রশ্ন উঠছে। দ্বিতীয় ওভারেই ক্যাচ মিস করেন বিরাট। পায়ের নীচ দিয়ে গলে যায় বল। এমন ক্যাচ যে বিরাট মিস করতে পারেন, বিশ্বাসই হচ্ছিল না কারও। অনেকেই বলতে শুরু করেন, ভারতের ফিল্ডিং কোচ কি ছুটিতে গেছেন?
প্রথম পাঁচ ওভারেই তিন তিনটে ক্যাচ ফস্কান ভারতীয় ফিল্ডাররা। শ্রেয়স আইয়ার স্লিপে ক্যাচ ফেলেন। উইকেট কিপার ইশান কিষাণও মিস করেন। বিরাট তো আছেনই। ফিল্ডিংও জঘন্য হয়েছে। পায়ের ফাঁক দিয়ে বল গলে গেল একাধিকবার। এই নিয়ে সমালোচনা চলছে।
এ সবের মধ্যেই বিরাটের নাচের মেতে উঠল স্টেডিয়াম। ফিল্ডিংয়ের সময় খোশমেজাজে থাকেন কোহলি। সতীর্থদের সঙ্গে খুনশুটি করেন। দর্শকদেরও তাতান। আবার নাচতেও দেখা যায়। আইপিএলেও ফিল্ডিংয়ের সময় গানের তালে নাচতে দেখা গিয়েছিল বিরাটকে। একই ছবি ধরা পড়ল পাল্লাকাল্লেতেও।
নেপালের ব্যাটিংয়ের সময় স্টেডিয়ামের ডিজে বাজান ‘কুটু মা কুটু’ গান। ব্যস, আর দেখে কে! দর্শকরা রীতিমতো নাচতে শুরু করেন। সেই ছোঁয়া এসে লাগে মাঠেও। বিরাট শরীর দোলান। কিং কোহলির নাচের সেই দৃশ্য ভাইরাল হতে সময় লাগেনি।