মহিলা বিশ্বকাপে সালমা খাতুনদের বাংলাদেশকে হারাল ইংল্যান্ড

অনলাইন ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেওয়া বাংলাদেশের মহিলারা ( Women World Cup ) পরাস্ত ইংরেজ বাহিনীর কাছে। নিউজিল্যান্ডের লিংকনের সবুজ গালিচায় প্রথম গা-ঘামানো ম্যাচে নাস্তানাবুদ বাঙালি মহিলারা। ১০৯ রানে সহজেই জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট খুইয়ে ৩১১ রানের পাহাড় প্রমাণ রানের লক্ষমাত্রা খাড়া করে ইংল্যান্ড। ইংরেজ ব্যাটার ন্যাট সাইভারের ১০১ বলে ১০৮ রানের মারকাটারি ইনিংস অনেকটাই স্বাচ্ছন্দ্য দলকে। মাত্র ৯৭ বলে শতরান করেন ন্যাট সাইভার।
পাশাপাশি যোগ্য সঙ্গ দেন লরেন উইনফিল্ড হিল। হিল করেন ৪৩ বলে ৫৫ রান। দুই মহিলা ইংরেজ ব্যাটারের তুলোধোনা ব্যাটিংয়ে ছাড়খার বাংলাদেশের বোলিং। বড় রানের টার্গেটে খেলতে নেমে ৪৯.৪ ওভারে ২০১ রান তুলতে সমর্থ বঙ্গব্রিগেড। বাংলাদেশী ( Women World Cup ) ব্যাটার শরমিন আখতারে ধীরগতিসম্পন্ন ব্যাটিংয়ে ১৩৭ বলে ৮১ রানের উপর ভর করে দুশোর গন্ডি টপকায় দল। শুরু থেকেই রান রেটে পিছিয়ে বাংলাদেশী মহিলারা। বড় রানের ইনিংস তাড়া করতে নেমে বেশ হিমসিম অবস্থা প্রত্যক্ষ হচ্ছিল। একের পর এক উইকেটের পতনে বেশ চাপে পড়ে যায় দল। ইংল্যান্ড দলের হয়ে অলরাউন্ড পারফরমেন্স করেন ন্যাট সাইভার। চার ওভার বল করে মাত্র বারো রানে ২ উইকেট তুলে নেন সাইভার।
বাঙালি বোলারদের মধ্যে ৪৯ রান খরচ করে ৩টি উইকেট নিয়ে নজর কাড়েন নাহিদা আখতার। ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেওয়া বাংলাদেশের ( Women World Cup ) খেলা দেখার জন্য মুখিয়ে বাঙালিরা। টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় নিগার সুলতানার বাংলাদেশ। সবুজ উইকেটে ব্যাট করতে নেমে ধুন্ধুমার ব্যাটিং দুই ওপেনার লরেন উইনফিল্ড হিল ও ট্যামি বিউমন্টের।
আরও পড়ুন…Russia-Ukraine conflict: রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বের বলি এবার সুরাপ্রেমীরা
বাংলাদেশী বোলার নাদিয়া আখতারের বলের ফ্লাইট মিস করে সহজ ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ট্যামি বিউমন্ট। ক্রিজে পদার্পনের পর থেকেই চালিয়ে খেলতে শুরু করেন সেঞ্চুরিয়ান ন্যাট সাইভার। ন্যাটের উইকেটের পতন আনতে আপ্রাণ চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছিলেন বাংলাদেশি বোলাররা। অপর প্রান্তে উইনফিল্ড হিল অর্ধশতক ছুঁয়েও এগিয়ে যাচ্ছিলেন। তবে ৪৩ বলে ৫৫ রান করার পর রিতুমনির বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন তিনি। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ( Women World Cup ) প্রথম ম্যাচেই তুলনামূলক সবল প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে হোঁচট বাংলার বাঘিনীদের। আপাতত সামনের দিকে তাকিয়ে বেঙ্গল টাইগ্রেশরা।