তেরঙ্গা ছাড়াই রিংয়ে নামবেন ভারতীয় কুস্তিগিররা, বাজবে না জাতীয় সঙ্গীতও, কেন জানেন?

আন্তর্জাতিক টুর্নামেন্টে ‘নিউট্রাল অ্যাথলিট’ হিসেবে খেলতে নামবেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগটরা। বিশ্বমঞ্চে বাজবে না জাতীয় সঙ্গীত, উঠবে না তিরঙ্গাও।

সময়ে নির্বাচন হয়নি। তৈরি হয়নি বোর্ড। তাই ভারতীয় কুস্তি সংস্থাকে নির্বাসিত করল বিশ্ব কুস্তি সংস্থা। এই নিয়ে ভারতীয় অলিম্পিক্স কর্তৃপক্ষকে চিঠিও পাঠিয়েছে কুস্তির সর্বোচ্চ সংস্থা।

ফলে আসন্ন বিশ্ব চ্যাম্পিয়ানশিপ সহ বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে ‘নিউট্রাল অ্যাথলিট’ হিসেবে খেলতে নামবেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগটরা। বিশ্বমঞ্চে বাজবে না জাতীয় সঙ্গীত, উঠবে না তিরঙ্গাও।

জাতীয় কুস্তি সংস্থার বিদায়ী প্রেসিডেন্ট ব্রিজভূষন শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পর থেকে ভারতীয় কুস্তি ফেডারেশনে ডামাডোল চলছে। কুস্তিগিরদের বিক্ষোভের জেরে পুরনো কমিটি ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু নির্বাচন হয়নি। ফলে নতুন কমিটি তৈরি করতে পারেনি ফেডারেশন। আপদকালীন কাজ সামলাতে অ্যাড হক কমিটি তৈরি করা হয়। কিন্তু তারাও নির্বাচন করাতে ব্যর্থ।

Wrestling Federation India,Suspend,Membership,United World Wrestling

সময়ে নির্বাচন না হলে যে নির্বাসনের মুখে পড়তে হবে, তা সবারই জানা ছিল। কিন্তু তারপরেও টনক নড়েনি। ফলে যা হওয়ার তাই হল। কুস্তি ফেডারেশনের উপর নেমে এল নির্বাসনের খাঁড়া। প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগেও নির্বাসনের মুখে পড়তে হয়েছে ভারতীয় কুস্তি সংস্থাকে। বর্তমানে ভুপিন্দর সিংহ বাজওয়ার তত্ত্বাবধানে ভারতীয় অলিম্পিক্সস অ্যাসোসিয়েশনই জাতীয় কুস্তির দায়িত্ব সামলাচ্ছে।

খুব শিগগিরই বেলগ্রেডে শুরু হবে কুস্তির বিশ্ব চ্যাম্পিয়ানশিপ। সেখানে জাতীয় পতাকা ছাড়াই নামবেন ভারতীয় কুস্তিগিররা। বাজবে না জাতীয় সঙ্গীতও। কুস্তি সংস্থার পতাকা নিয়েই রিংয়ে নামবেন তাঁরা।

জাতীয় কুস্তি সংস্থার নির্বাসনের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ভারতীয় কুস্তি সংস্থার নির্বাসিত হওয়ার খবর শুনে আমি অবাক। বিশ্বের দরবারে আমাদের মাথাহেঁট হল। এটা লজ্জাজনক ঘটনা। কেন্দ্রীয় সরকারের অহংকারী মনোভাবের কারণে কুস্তিগিরদের বড় ক্ষতি হল। নির্মম পুরুষতান্ত্রিক মনোভাব নিয়ে কুস্তিগির বোনদের উপর নির্যাতন চালিয়েছে বিজেপি। এই অন্যায়ের বিরুদ্ধে গোটা দেশের গর্জে ওঠা উচিত।’




Leave a Reply

Back to top button