5g India: ৪জিকে টেক্কা, আসতে চলেছে আরও দ্রুত ইন্টারনেট পরিষেবা, এবার ডাউনলোড হবে নিমিষেই

অহেলিকা দও, কলকাতা: নতুন বছর নেটওয়ার্কের(network) যুগে নিয়ে আসছে সুখবর(good news)। ৪জিকে(4g) টেক্কা(Ace) দিতে বাজারে(market)আসছে ৫জি(5g)। ২০২২ সালে কয়েকটি শহরে(city) শুরু হতে চলেছে ৫জির ইন্টারনেট(internet) পরিষেবা(Service)। এরপর আস্তে আস্তে অন্যান্য শহরেও ৫জির ইন্টারনেট পরিষেবা প্রদান(grant) করা হবে। একথাই জানিয়েছেন টেলিকমিউনিকেশন বিভাগ (Department of Telecommunications)। ডিওটি(Department of Telecommunications) প্রেস বিবৃতিতে জানিয়েছেন, ভারতের ১৩টি শহর থেকে 5G পরিষেবা শুরু হবে।
টেলিকম অপরেটররা ইতিমধ্যে এই শহরগুলোতে ৫জি ট্রায়াল(trial) সেট করেছে। এমনকি ৫জি পরিষেবা নিয়ে কয়েকটি মোবাইল(mobile) সংস্থা পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে এয়ারটেল(airtel), ভোডাফোন(vodaphone), আইডিয়া(idea) এবং রিলায়্যান্স জিও(reliance jio)। এই পরিষেবার সাথে যৌথভাবে কাজ করছে আইআইটি বম্বে(IIT bombay), আইআইটি দিল্লি(IIT delhi), আইআইটি হায়দরাবাদ(IIT hyderabad), আইআইটি মাদ্রাস(IIT madras), আইআইটি কানপুর(IIT kanpur), আইআইএসসি বেঙ্গালুরু(IISc bangalore)। গত ৩৬ মাস ধরে এই পরিষেবার সাথে কাজ করছে তারা।
২০২১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে এই ৫জি পরিষেবার প্রাথমিক কাজ শেষ হয়ে যাবে। অনুমান করা হয়, মোট খরচ হবে ২২৪ কোটি টাকা। সূত্রে খবর, ২০২২ সালে মার্চ মাসে ৫জি পরিষেবা চালু হওয়ার আগে স্পেকট্রাম নিলাম হবে। এছাড়াও এই ১৩টি শহরগুলোর মধ্যে রয়েছে আমদাবাদ(ahmedabad), বেঙ্গালুরু(bangalore), চণ্ডীগড়(chandigarh), চেন্নাই(chennai), দিল্লি(delhi), গান্ধীনগর(gandhinagar), গুরুগ্রাম(gurugram), হায়দ্রাবাদ(hyderabad), জামনগর(jaamnagar), কলকাতা(kolkata), লখনউ(lakhnow), মুম্বই(mumbai) এবং পুনে(pune)।
আরও পড়ুন……Jio Recharge Plans: নতুন বছরে নতুন রূপে জিও, ফ্রি হাইস্পিড ডেটা ও আনলিমিটেড ভয়েস কল, খরচ মাত্র ৫টাকা
২০২১ সালের সেপ্টেম্বর মাসে ডিওটি(DOT) টেলিকম(telecom) খাতের নিয়ন্ত্রক টিআরএআই(TRAI) এর কাছে সুপারিশ চেয়েছিল রিজার্ভ মূল্য(Reserve price), ব্যান্ড পরিকল্পনা(band plan), ব্লকের আকার(block size) এবং স্পেকট্রামের(spectrum) পরিমাণের মতো দিকগুলির বিষয়ে। এমনকি টেলিকম অপরেটররা(telecom Oparetor) ৫জি পরিষেবা ট্রায়াল (service trial) করে দেখেছে। এতে অত্যন্ত বেশি গতি দেখা গেছে। বলা যায় এই ৫জি আসার সাথে সাথে গেমিং শিল্প(gaming industry) এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial intelligence) (AI) শিল্পে বিরাট পরিবর্তন লক্ষ করা যাবে।