Tech Giant CEO : টুইটার থেকে অ্যাডোব, বিশ্বের সেরা ১০ প্রযুক্তি সংস্থায় রয়েছে ভারতীয় মস্তিষ্ক

সম্প্রতি নতুন টুইটার সিইও(twitter CEO)হিসেবে শোনা যাচ্ছে পলাশ আগরওয়ালের নাম। আর এর সঙ্গে সঙ্গেই কর্পোরেট দুনিয়ায়(corporate world)ভারতের নামটা আরেকটু শক্তিশালী জায়গা করে নিলো। ইতিমধ‍্যেই একাধিক ভারতীয় সামলাচ্ছেন  প্রযুক্তির জগতে একাধিক বৃহত্তর সংস্থাকে। এর মধ‍্যে যেমন রয়েছেন গুগল সিইও(Google CEO) সুন্দর পিচাই তেমনই উঠে আসে মাইক্রোসফট সিইও(microsoft CEO) সত‍্য নাদেল্লার নাম। এমনই দশজন কৃতি ভারতীয়ের নাম জেনে নেওয়া যাক যারা দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন বিশ্ব প্রযুক্তির একাধিক স্তম্ভকে।

সুন্দর পিচাই

know about top ten Indian tech giant CEO

পিচাই সুন্দররাজন যিনি সুন্দর পিচাই নামেই বেশি পরিচিত সারা বিশ্বে, তিনি একাধারে সামলাচ্ছেন গুগল এবং অ্যালফাবেট দুটি সংস্থা। গুগল এর সিইও হবার পাশাপাশি Alphabet INC এর ইন্দো আমেরিকান চিফ এক্সিকিউটিভ অফিসার পদেও আসীন রয়েছেন ৪৯ বছর বয়সী এই ভারতীয়। ভারতের খড়গপুর আইআইটি(IIT) এবং ক‍্যালিফোর্নিয়ার স্ট্র‍্যান্ডফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে ২০০৪ সালে পিচাই যোগদান করেন গুগলে। এরপর ২০১৫ সালে ল‍্যারি পেজ এবং সার্জি বিনের থেকে গুগলের সমস্ত ক্ষমতা হস্তান্তরিত হয় সুন্দর পিচাইয়ের হাতে।

সত‍্য নাদেল্লা

know about top ten Indian tech giant CEO

আদতে হায়দ্রাবাদ নিবাসী সত‍্য নাদেল্লা ২০১৪ সালে মাইক্রোসফটের সিইও এবং ২০২১ সালেএক্সিকিউটিভ চেয়ারম্যান পদে আসীন হন। বর্তমানে ওয়াশিংটনের নাগরিক সত‍্য ম‍্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রী লাভ করেন এবং University of Wisconsin থেকে মাস্টার্স ডিগ্রী লাভ করেন। নাদেল্লা ১৯৯২ সালে মাইক্রোসফটে যোগদান করার পর আলোচনায় উঠে আসেন তার মাইক্রোসফট ক্লাউড(cloud)চালানোর পদ্ধতি এবং নিত‍্যনতুন আইকনিক পণ‍্য উদ্ভাবনের জন্য।

পরাগ আগরওয়াল

know about top ten Indian tech giant CEO

সদ‍্য টুইটারের সিইও পদে যোগদান করা পরাগ আগরওয়াল ২০১১ সালে যোগদান করেন টুইটারে। এরপর ২০১৮ সালে চিফ টেকনোলজি অফিসার পদে উন্নীত হন। আইআইটি মুম্বাইয়ের কৃতি এই ছাত্র স্ট্যানফোর্ড বিশ্ববিদ‍্যালয় থেকে স্নাতক হন কমপিউটার সায়েন্স নিয়ে। পাশাপাশি দর্শনে পিএইচডি(PhD)ও করেছেন পরাগ। টুইটারের আগে মাইক্রোসফট এবং AT&T তেও কাজ করেছেন পরাগ।

শান্তনু নারায়ন

know about top ten Indian tech giant CEO

২০০৭ সাল থেকে অ্যাডোবের চেয়ারম্যান এবং সিইও পদে রয়েছেন শান্তনু নারায়ন। হায়দ্রাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের পর বার্কলের University of California থেকে এমবিএ ডিগ্রী লাভ করেন শান্তনু। ১৯৮৬সালে সিলিকন ভ‍্যালিতে প্রথম কাজ শুরু করেন শান্তনু। এরপর ১৯৯৮তে বিশ্বব‍্যাপী প্রোডাক্ট ডেভলপমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়ে অ্যাডোবে নিজের দায়িত্ব সামলান শান্তনু।

জয়শ্রী উল্লাল

know about top ten Indian tech giant CEO

ষাট বছর বয়সী এই প্রবাসী ভারতীয় বিলিওনেয়ার জয়শ্রী উল্লাল বিশ্ব প্রযুক্তির দুনিয়ায় একটি পরিচিত নাম। Artista Network এর সিইও জয়শ্রী উল্লাল এর জন্ম এবং প্রাথমিক পড়াশোনা ভারতেই। এরপর সানফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ BS ডিগ্রী লাভ করেন। ২০১৮ সালে সিইও অফ দ‍্য ইয়ার হবার পাশাপাশি ২০১৯ এ বিশ্বের সেরা ২০জন ব‍্যবসায়ীর মধ‍্যে অন‍্যতম ছিলেন।

রঙ্গরাজন রঘুরাম

ভাইরাল খবর,অফবিট খবর,প্রযুক্তির খবর,টুইটারের নতুন সিইও,গুগলের সিইও,ভারতীয় বংশোদ্ভূত সিইও,viral news,offbeat news,technology news,new CEO of twitter,Google CEO,Indian CEO

রঙ্গরাজন রঘুরাম এই বছরেরই প্রথম দিকে VMWare এর সিইও পদে যোগদান করেন। ২০০৩ সালে এই কোম্পানিতে যোগদান করেন রঘুরাম। আইআইটি মুম্বাই থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক হবার পর তিনি পেনসিলভানিয়ার Wharton School of the University of Pennsylvania থেকে এমবিএ পাশ করেন ১৯৯৬ সালে।

অরবিন্দ কৃষ্ণা

ভাইরাল খবর,অফবিট খবর,প্রযুক্তির খবর,টুইটারের নতুন সিইও,গুগলের সিইও,ভারতীয় বংশোদ্ভূত সিইও,viral news,offbeat news,technology news,new CEO of twitter,Google CEO,Indian CEO

কানপুর আইআইটির কৃতি ছাত্র অরবিন্দ কৃষ্ণা প্রায় দু দশকের ওপর যুক্ত আছেন IBM এর সঙ্গে। তবে ২০২০ এর এপ্রিল মাসে এই কোম্পানির সিইও হিসেবে যোগদান করেন।

অজয়পাল সিং বাঙ্গা

ভাইরাল খবর,অফবিট খবর,প্রযুক্তির খবর,টুইটারের নতুন সিইও,গুগলের সিইও,ভারতীয় বংশোদ্ভূত সিইও,viral news,offbeat news,technology news,new CEO of twitter,Google CEO,Indian CEO

1990 এর দশক থেকে মাস্টারকার্ডের অগ্রগামী, অজয়পাল সিং বাঙ্গা বর্তমানে মাস্টারকার্ডের কার্যনির্বাহী চেয়ারম্যান, এর আগে ডিসেম্বর 2020 পর্যন্ত সিইও হিসাবে দায়িত্ব পালন করেছেন। ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান, 62 বছর বয়সী বাঙ্গা জলন্ধর, পাঞ্জাবের বাসিন্দা এবং তিনি জন্মগ্রহণ করেন  মহারাষ্ট্রের পুনেতে যেখানে তার বাবা ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করতেন।  বেগমপেটের হায়দ্রাবাদ পাবলিক স্কুলের প্রাক্তন ছাত্র,বাঙ্গা দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং তারপরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, আহমেদাবাদ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

অঞ্জলি সুদ

ভাইরাল খবর,অফবিট খবর,প্রযুক্তির খবর,টুইটারের নতুন সিইও,গুগলের সিইও,ভারতীয় বংশোদ্ভূত সিইও,viral news,offbeat news,technology news,new CEO of twitter,Google CEO,Indian CEO

ভারতীয় বংশোদ্ভূত এই আমেরিকান ব্যবসায়ী, 38 বছর বয়সী অঞ্জলি সুদ বিশ্ব অর্থনৈতিক ফোরামের ইয়াং গ্লোবাল লিডার হিসাবে মনোনীত হয়েছেন। তিনি 2017 সালে অ্যাডোবের জেনারেল ম্যানেজার এবং বিপণনের প্রধান হিসাবে দায়িত্ব পালন করার পরে সিইও হন । অঞ্জলি মিশিগানে ভারতীয় অভিবাসীদের মধ্যে জন্মগ্রহণ করেন, তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুলের একজন ফিনান্স এবং ম্যানেজমেন্ট ডিগ্রি সহ স্নাতক এবং হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ পাশ করেন।

নিকেশ অরোরা

ভাইরাল খবর,অফবিট খবর,প্রযুক্তির খবর,টুইটারের নতুন সিইও,গুগলের সিইও,ভারতীয় বংশোদ্ভূত সিইও,viral news,offbeat news,technology news,new CEO of twitter,Google CEO,Indian CEO

৫৩ বছর বয়সী নিকেশ অরোরা Google-এর একজন প্রাক্তন সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন এবং 2016 সাল পর্যন্ত SoftBank গ্রুপের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১লা জুন, ২০১৮-এ Palo Alto Networks-এর CEO হিসেবে অভিষিক্ত হওয়ার পাশাপাশি, অরোরা বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী নির্বাহী হিসেবে রেকর্ড করেন  গত দুই বছরে সফটব্যাঙ্কের কার্যক্রমের প্রধান হিসেবে। একজন ভারতীয় বায়ুসেনা অফিসারের ঘরে জন্মগ্রহণ করেন নিকেশ। তিনি বারাণসীর IIT (BHU) থেকে ১৯৮৯ সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রী সহ স্নাতক। এছাড়াও, তিনি বোস্টন কলেজ থেকে একটি ডিগ্রী এবং উত্তর-পূর্ব বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাশ করেছেন।




Back to top button