Smart phone: হবে না আর পকেট ভর্তি! ঘড়ির মধ্যেই ঢুকে যাবে হেডফোন, দাম শুনলে মন চাইবে এখনই কিনে নিতে

জয়িতা চৌধুরি,কলকাতাঃ Gadget Knower-র মানেই একের পর এক নতুন চমক! তাঁদের ইনস্টাগ্রাম ফিড ফলো করলেই দেখা যায় নিত্যনতুন যন্ত্র নিয়ে হাজির হন তাঁরা। কক্ষনো স্মার্ট ওয়াচ, কক্ষনো বা স্মার্ট চার্জার আবার কক্ষনো বা গৃহস্থালির নানা দৈনন্দিন ব্যবহারের জিনিস। তবে এবার নতুন চমক! এই কোম্পানি এবার নতুন এক স্মার্ট ওয়াচ নিয়ে হাজির হয়েছে। সদ্য লঞ্চ হওয়া স্মার্টওয়াচটি Generic ব্র্যান্ডের। নাম IP67 Smart Watch 2 in 1 Earphone Waterproof Men Smart Watch with Calls and TWS Earbuds.এই ঘড়িতে রয়েছে অত্যাধুনিক কিছু ফিচার। এছাড়াও রয়েছে কিছু ফিটনেস রিলেটেড, ফোন, ক্যামেরা ও হার্টরেট মনিটরিং-র মতো সুবিধা।
অত্যাধুনিক এই স্মার্টওয়াচটির দাম কত?
স্মার্ট ওয়াচটির মূল্য মধ্যবিত্তদের আয়ত্তের মধ্যে। অফার ও আসল মিলিয়ে মোটামুটি পাঁচ হাজার টাকার আশেপাশেই পেয়ে যাবেন ঘড়িটি।
কোথায় মিলবে এই অত্যাধুনিক ঘড়ি?
Generic ঘড়িটির মুল্য ভারতীয় টাকায় আট হাজারের কাছাকাছি। আপাতত, ই কমার্স ( Ecommerce ) সাইট আমাজন ( Amazon ) Gadger Knower-র নিজস্ব ওয়েব সাইটে।
কি কি রঙে পাওয়া যাচ্ছে এই ঘড়ি?
এই মুহূর্তে IP67 Smart Watch 2 in 1 Earphone Waterproof Men Smart Watch with Calls and TWS Earbuds শুধু কালো রঙেই পাওয়া যাচ্ছে।
View this post on Instagram
IP67 Smart Watch এর স্পেসিফিকেশন এবং ফিচার কী?
১. স্মার্ট ওয়াচটিতে আপনি নিজের পার্সোনালাইজড dail তৈরি করতে পারবেন।
২. স্মার্ট ওয়াচটিতে ফোনের সঙ্গে সংযোগ করে ফোনের যাবতীয় কাজ ঘড়ির মাধ্যমেই করতে পারবেন।
৩.. Alarm reminder, stopwatch, find phone মতো অত্যাধুনিক ফিচারগুলি উপলব্ধ রয়েছে
IP67 Smart Watch –এ।
৪. আবহাওয়ার খবর জানতে পারেন।
৫. এগুলি ছাড়াও রয়েছে reject call , view messages, remote camera, health monitoring, exercise pedometer –র মতো ফিচারগুলিও পাওয়া যাবে এই ওয়াচে।
৬. IP67 Smart Watch টির সঙ্গে পাওয়া যাবে একটি বাড়তি স্ট্র্যাপ্, ম্যাগনেটিক চার্জিং লাইন ও ইয়ারবাডস। যা আপনারা চাইলেই ব্যবহার করতে পারবেন ফোনের সঙ্গেও।